CT 2025: দীর্ঘ জটিলতার পর অবশেষে সবুজ সংকেত মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের ব্যাপারে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। চলবে ৯ মার্চ অবধি। টিম ইন্ডিয়া (Team India) রয়েছে গ্রুপ-এ’তে। ২০ তারিখ দুবাইয়ের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা। ২৩ তারিখ রয়েছে মহারণ। মধ্যপ্রাচ্যে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে ‘মেন ইন ব্লু’র শেষ ম্যাচটি রয়েছে ২ মার্চ। কিউইদের বিরুদ্ধে মাঠে নামবে তারা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ১২ জানুয়ারির মধ্যে চূড়ান্ত স্কোয়াড আইসিসি’র কাছে জমা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। ভারতের জার্সিতে কারা নামবেন মাঠে তা নিয়ে তুঙ্গে জল্পনা। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) লাইফলাইন হতে পারে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) জন্য।
Read More: ‘হারানো প্রাপ্তি’ নাইট রাইডার্সের, ফের একবার ফিল সল্ট খেলবেন বেগুনি-সোনালী জার্সিতে !!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠাঁই হচ্ছে না সূর্যের-
মাসখানেক আগে সংবাদমাধ্যমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বলেছিলেন যে তিন ফর্ম্যাটেই দেশের হয়ে খেলতে চান তিনি। কিন্তু টি-২০ ব্যতীত দুই ফর্ম্যাটেই সেরাটা মেলে ধরতে পারেন নি তিনি। সম্প্রতি মুম্বইয়ের হয়ে নেমেছিলেন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy)। একটি ম্যাচেও উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে দেখা যায় নি তাঁকে। কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ১৬ বলে ২০ রান। দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিলো ২৩ বলে ১৮ রান। এরপর পাঞ্জাব ও পুদুচ্চেরীর বিরুদ্ধে পরপর দুইটি ম্যাচে খাতাই খুলতে পারেন নি সূর্য (Suryakumar Yadav)। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ-সি’তে তিন নম্বরে রয়েছে মুম্বই। পারে নি কোয়ার্টার ফাইনালে উঠতে। সূর্যকুমারের হতশ্রী পারফর্ম্যান্স এই হতাশাজনক ফলাফলের অন্যতম কারণ বলে মনে করছে ক্রিকেটজনতা।
বড় শট খেলার দক্ষতার কথা মাথায় রেখে দেড়-দুই বছরে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে টিম ইন্ডিয়া (Team India) বারবার মিডল অর্ডারে সুযোগ দিয়ে দেখেছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপের মত বড় টূর্নামেন্টে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু হতাশ করেছেন বারবার। টি-২০তে যেভাবে বাইশ গজের চার দিকে ধুন্ধুমার সব শট মারতে সিদ্ধহস্ত তিনি, ওডিআই’তে কখনও তাঁকে দেখে একই রকম সপ্রতিভ মনে হয়। ৩৭ ম্যাচে মাত্র ২৫.৭৬ গড়ে তাঁর ঝুলিতে থাকা ৭৭৩ রান’ই সাক্ষ্য দেয় সেই ব্যর্থতার। সূর্যকে (Suryakumar Yadav) ‘ফিনিশার’ হিসেবে সুযোগ দিয়ে ফাটকা খেলেছিলেন রাহুল দ্রাবিড়। কাজে আসে নি তা। গম্ভীর জমানায় দেখা যাবে না একই ঘটনার পুনরাবৃত্তি। আসন্ন ইংল্যান্ড সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় স্কোয়াডে থাকার কোনো সম্ভাবনা নেই দেশের টি-২০ অধিনায়কের।
তিন তারকাকে ফেরাচ্ছে টিম ইন্ডিয়া-
২০২৩-এর বিশ্বকাপ ফাইনালের (ICC World Cup) পর একটিও ওডিআই ম্যাচ খেলার সুযোগ পান নি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর সেই অপেক্ষা যে দীর্ঘতর হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেটমহল। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পঞ্চাশ ওভারের খেলায় প্রত্যাবর্তন হতে পারে অন্তত তিন তারকা খেলোয়াড়ের। গোড়ালির চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। অস্ত্রোপচারের পর চলছিলো রিহ্যাব। অবশেষে নীল জার্সি গায়ে চাপাতে পারেন তিনি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন হতে পারে হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandya)। ২০২৩ বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে ওডিআই খেলেন নি তিনিও। ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ হবে তাঁর ভূমিকা। এছাড়া একদিনের ক্রিকেটে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। তাঁর পিঠের চোট টুর্নামেন্ট শুরুর আগে সেরে যাবে, আশায় বিসিসিআই।
CT 2025-এ ভারতের সূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় (IST) |
ভারত বনাম বাংলাদেশ | ২০/০২/২০২৫ | দুবাই | দুপুর ২:৩০ |
ভারত বনাম পাকিস্তান | ২৩/০২/২০২৫ | দুবাই | দুপুর ২:৩০ |
ভারত বনাম নিউজিল্যান্ড | ০১/০৩/২০২৫ | দুবাই | দুপুর ২:৩০ |
Also Read: হার্দিক বা শুভমান নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক রোহিতের ডেপুটি হচ্ছেন এই অভিজ্ঞ তারকা !!