সময়ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (CT 2025), যার আয়োজক ছিল পাকিস্তান। তবে, টুর্নামেন্টের ফাইনাল পাকিস্তানে নয় বরং দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল দুবাইতে মেগা ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল তৃতীয় বারের জন্য আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়লাভ করলো। যদিও, পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোনো সদস্যকে মাঠে উপস্থিত হতে দেখা যায়নি। আসলে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজিত করা হয়নি, কারণ ভারতীয় দল পাকিস্তানের নিরাপত্তাজনিত সমস্যার কারণে পাকিস্তানে পা দিতে নাকচ করে দিয়েছিল। যে কারণে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে হয়েছিল আইসিসিকে।
বিন্নি-শাহ’এর হাত থেকেই শিরোপা তুলে নেন রোহিত

তবে, মেগা ফাইনালের মঞ্চে হোস্ট পাকিস্তানের কেউ হাজির ছিলেন না। এবার এবিষয়ে বিস্ময় প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। শোয়েবের মতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলো পাকিস্তান, আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে পাকিস্তানের কেউ উপস্থিত না থাকাটা একেবারেই মেনে নিতে পারছেন না শোয়েব। বিষয়টাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন শোয়েব। প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারত তাদের প্রতিটি ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলেছে। এমনকি, ভারত ফাইনালে ওঠায় শিরোপা লড়াইয়ের ম্যাচটাও হয়েছে দুবাইতেই।
Read More: CT 2025 IND vs NZ: “সকল দেশের সেরা…” ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই বাঁধভাঙা উচ্ছ্বাস সোশ্যাল মিডিয়ায় !!
বোর্ডের উপর ক্ষুব্ধ শোয়েব

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখে শোয়েব জানিয়েছেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতে নিলো, কিন্তু অদ্ভুত বিষয় এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য উপস্থিত নেই। পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক, আর সেখানে পাকিস্তানেরই কোনো লোক নেই।” শোয়েব আরও বলেন, “বিষয়টা আমি বুঝতে পারছি না। তারা (পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সদস্য) কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না। এটা আমার বোধগম্য নয়, এটা নিয়ে ভাবা উচিত। এটা একটা বিশ্বমঞ্চ এবং এটা খুবই দুঃখজনক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাউকেই এখানে দেখতে পেলাম না।”
জানা গিয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ নাকি দুবাইতেই হাজির ছিলেন। কিন্তু তাঁকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি। তাছাড়া, আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ভিন্ন প্রতিশ্রুতি থাকার কারণে মহসিন নাকভি দুবাইতে যাননি। যে কারণে বোর্ডের সিইওকে সেখানে পাঠানো হয়েছিল। তবে, ভুল বোঝাবুঝির কারণে তাকে পুরস্কার বিতরণীর মঞ্চে ডাকা হয়নি।