পহলগাম হামলা, অপারেশন সিঁদুর ও তদ্পরবর্তী ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলো ২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup 2025)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়া আদৌ অংশ নেবে কিনা বা নিলেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি কেন্দ্রীয় সরকার বিসিসিআই-কে দেবে কিনা তা নিয়ে ধন্দ ছিলোই। জটিলতা আরও বাড়ে এসিসি চেয়ারম্যান মহসীন নকভি বাংলাদেশের ঢাকায় বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায়। রাজনৈতিক পালাবদলের পর ভারতবিরোধী মনোভাবের বাড়বাড়ন্ত পদ্মাপারে। এমতাবস্থায় সেখানে প্রতিনিধি পাঠাতে রাজী ছিলো না বিসিসিআই। একই পথ ধরেছিলো আফগান ও শ্রীলঙ্কান বোর্ড’ও। শেষমেশ বিস্তর টানাপোড়েনের পর চিঁড়ে ভিজেছে। বৈঠকে যোগ দিয়েছে তিন দেশ। যার ফলে অবশেষে আশার আলো দেখা গিয়েছে এশিয়া কাপ (Asia Cup 2025) ঘিরে।
Read More: আর্শদীপ-নীতিশ-পান্থের পর ভারতীয় দলের জন্য বড়ো ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন এই দুই তারকা !!
আট দলের টুর্নামেন্ট, নেই নেপাল-

গত কয়েক বছরে উপমহাদেশের ক্রিকেটে নিজেদের জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছিলো নেপাল। ২০২৩-এর এশিয়া কাপ (Asia Cup 2023) খেলেছিলো তারা। এমনকি পৌঁছে গিয়েছিলো ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও। রোহিত পউডেল, কুশল ভুর্তেল, সন্দীপ লমিছানেদের থেকে ধারাবাহিকতা আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পূরণ হয় নি সেই প্রত্যাশা। ২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup 2025) যোগ্যতা অর্জন করতে পারে নি এভারেস্টের দেশ। এতদিন আইসিসি’র পূর্ণ সদস্য পাঁচ এশীয় দেশ-ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি এসিসি প্রিমিয়ার কাপ জয়ী দল’কে এশিয়া কাপে খেলার ছাড়পত্র দেওয়া হত। ২০২৪-এ বদলে গিয়েছে নিয়ম। প্রিমিয়ার কাপের জয়ী দল নয় বরং প্রথম তিন দল’কে সরাসরি এশিয়া কাপের ছাড়পত্র দেওয়া হচ্ছে এবার থেকে।
অংশগ্রহণকারী দলের সংখ্যা ছয় থেকে বেড়ে হয়েছে আট। তবুও শিকে ছেঁড়ে নি নেপালের ভাগ্যে। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ওমান’কে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। জয়ী ও রানার্স-আপ হওয়ার সুবাদে মধ্য-এশিয়ার দুই দলই জায়গা করে নিয়েছে ২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup 2025)। তৃতীয় সদস্য কারা হবে তা নিয়ে লড়াই ছিলো সেমিফাইনালের দুই বিজিত দল নেপাল ও হং কং-এর মধ্যে। ২০২৪-এর ২০ এপ্রিল ওমানে মুখোমুখি হয় তারা। প্রথম ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৩৯ রান তোলে নেপাল। ৪৪* করেন দীপেন্দ্র সিং আইরি। অধিনায়ক রোহিতের ব্যাট থেকে আসে ২১। রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় হং কং। ৬৫* করে ম্যাচ জেতান অংশুমান রথ। হং কং-কে পৌঁছে দেন এশিয়া কাপের মূলপর্বে।
শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করবে এসিসি-

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী ২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজিত হওয়ার কথা ছিলো ভারতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক বিবাদ এড়াতে তা স্থানান্তরিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। দুবাই, আবু ধাবি’র মত ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেপ্টেম্বরের ৫ বা ৮ তারিখ থেকে এশিয়া কাপ শুরু করতে চাইছে এসিসি। ফাইনাল আয়োজন করা হতে পারে ২১ সেপ্টেম্বর। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাক প্রাক্তনীদের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকার করেছেন ভারতীয় তারকারা। এশিয়া কাপের (Asia Cup 2025) যা ফর্ম্যাট তাতে গ্রুপ পর্বের পাশাপাশি শেষ চার ও ফাইনাল মিলিয়ে সর্বোচ্চ তিন বার লড়াইয়ের ময়দানে দেখা হতে পারে দুই দেশের। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে এসিসি, বিসিসিআই বা পিসিবি-কেউই আপাতত কিছুই জানায় নি।