টেস্ট স্কোয়াডে চললো শুভমান গিলের ‘দাদাগিরি’, গুজরাট-লখনৌ দিয়ে দল ভরে KKR কে দিলো ‘বাবা জি কা ঘন্টা’ !! 1

KKR: ভারতীয় টেস্ট ক্রিকেটে শুরু হতে চলেছে শুভমান গিলের (Shubman Gill) যুগ। ভারতীয় দলের তরুণ তারকাকে ভবিষ্যতের জন্য বড় সুযোগ দিয়েছে বিসিসিআই। টেস্ট ক্রিকেটে মাত্র ৩৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমানের। আর সেই শুভমান এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। বিসিসিআই আজ সকালেই ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে। শুভমান গিলকে তারা টেস্ট ক্রিকেটের গুরু দায়িত্ব তুলে দিয়েছে। তবে শুভমান টেস্ট ক্রিকেটের দায়িত্ব পেতেই নিজের পছন্দের প্লেয়ারদের বাছাই করেছেন।

ভারতীয় টেস্ট ক্রিকেটে শুরু শুভমান যুগ

Shubman Gill,team india,rohit sharma
Shubman Gill | Image: Getty Images

শুভমান গত মৌসুমে আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব পেয়েছিলেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) গুজরাত ছাড়ার পর দলের দায়িত্ব পান শুভমান গিল। গত মৌসুমে সেভাবে নিজের ক্যাপ্টেন্সির প্রভাব দেখাতে পারেননি শুভমান। তবে, এই মৌসুমে আইপিএলের মঞ্চে বেশ ভালো ক্যাপ্টেনসি করছেন তিনি। ইতিমধ্যেই ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করেন তিনি। মার্চে ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো সেখানে রোহিতের ডেপুটি ছিলেন শুভমান। শুধু তাই নয়, শুভমান ক্যাপ্টেন হিসাবেও আইপিএলের মঞ্চে ভালো অধিনায়কত্বের পাশাপশি ভালো ব্যাটিংও করছেন।

Read More: হায়দ্রাবাদের বিপক্ষে হারলো RCB, লক্ষ্মীলাভ হলো পাঞ্জাব কিংসের !!

টেস্ট দলের ক্যাপ্টেন হয়েই শুভমান নিজের দাদাগিরি দেখাতে শুরু করে দিয়েছেন। ইংল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা হয়নি মোহম্মদ শামি (Mohammed Shami) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। নিজের পছন্দের মতন দলে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সের বেশিরভাগ খেলোয়াড়কে বেছে নিয়েছেন তিনি। গুজরাতের থেকে মোট ৫ প্লেয়ার এবং দিল্লি ও লখনৌয়ের থেকে ৩টি করে খেলোয়াড়কে বেছে নিয়ে স্কোয়াড তৈরি করেছে বিসিসিআই। গুজরাট টাইটান্স থেকে শুভমান গিল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। লখনৌ সুপার জায়ান্টস থেকে ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, আকাশদীপ। দিল্লি ক্যাপিটালস থেকে কেএল রাহুল, করুণ নায়ার, কুলদীপ যাদব। রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল।

KKR-এর খেলোয়াড়রা পেলেন না সুযোগ

Harshit Rana, ipl 2024, bumrah, kkr
Harshit Rana | Image: Getty Images

পাঞ্জাব কিংস থেকে – অর্ষদীপ সিং। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে- নীতীশ রেড্ডি। চেন্নাই সুপার কিংস থেকে- রবীন্দ্র জাদেজা, মুম্বই ইন্ডিয়ান্স থেকে- জসপ্রীত বুমরাহকে সুযোগ দেওয়া হয়েছে।যদিও, নাইট রাইডার্স দলের তারকা পেসার হার্ষিত রানা (Harshit Rana) সুযোগ পেলেন না দলে। এমনকি বিগত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে রান বানানো অজিঙ্কা রাহানেকেও (Ajinkya Rahane) জাতীয় দলে সুযোগ দিলো না বিসিসিআই ও ক্যাপ্টেন শুভমান গিল।

Read Also: বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *