no-ishan-kishan-in-duleep-trophy

২০২৩-এর পর আর ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পায় নি ঈশান কিষণের (Ishan Kishan)। বিসিসিআই-এর সাথে সম্পর্কের টানাপোড়েনে বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এরপর নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেছেন ঝাড়খণ্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটার। অংশ নিয়েছেন আইপিএল, এমনকি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। কিন্তু তাঁকে ফেরানো হয় নি টিম ইন্ডিয়াতে। ওভালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের (IND vs ENG) শেষ ম্যাচে আচমকা অবশ্য সুযোগ চলে এসেছিলো ঈশানের সামনে। ঋষভ পন্থের পায়ের মেটাটার্সাল ভাঙায় বিকল্প হিসেবে ঈশানকে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দিতে চেয়েছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে নি ঈশানের। পায়ে চোট থাকায় সেই প্রস্তাব গ্রহণ করতে পারেন নি তিনি। ওভাল টেস্টের পরেও কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। এখনও সম্পূর্ণ সুস্থ নন ঈশান। দলীপ ট্রফিও খেলা হচ্ছে না তাঁর।

Read More: এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিচ্ছেন শুভমান গিল, সারা তেন্ডুলকারের সঙ্গে বসছেন বিয়ের পিঁড়িতে !!

দলীপ ট্রফিতে নেই ঈশান-

Ishan Kishan | ভারত | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। সেখানেই একটি ই-বাই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। বেশ কয়েকটি সেলাই পড়েছে তাঁর পায়ে। সেই চোটের কারণেই আপাতত মাঠে নামা সম্ভব নয় তাঁর পক্ষে। দিনকয়েক আগে দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো সেখানে অধিনায়ক হিসেবে নাম ছিলো ঈশানের। কিন্তু ‘আহত’ তারকা ২৮ তারিখ নর্থ জোনের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচটিতে নামতে পারবেন না। তাঁর বদলে পূর্বাঞ্চলের নেতৃত্বভার সামলাতে দেখা যাবে বাংলার অভিমন্যু ঈশ্বরণ’কে (Abhimanyu Easwaran)। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিয়ান পরাগ। তড়িঘড়ি ঈশানের বদলি খুঁজে নিয়েচেন নির্বাচকেরা। ডাক পেয়েছেন ওড়িশার আশীর্বাদ সোয়াইন। তবে উইকেটরক্ষক হিসেবে প্রথম একাদশে সম্ভবত থাকছেন ঝাড়খণ্ডের কুমার কুশাগ্র।

আপাতত বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। সেখানেই রিহ্যাব চলছে তাঁর। সূত্রের খবর বিশেষ গুরুতর নয় তাঁর চোট। দ্রুত সেরে উঠছেন তিনি। তবে আগামী মাসে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে লক্ষ্ণৌতে দু’টি চার দিনের ম্যাচ খেলতে চলেছে ভারত-এ দল। সেই সিরিজের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে ঈশানের। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত দলীপ ট্রফিতে (Duleep Trophy) বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। একা ঈশান নয়, বাংলার পেস তারকা আকাশ দীপকেও (Akash Deep) নর্থ জোনের বিরুদ্ধে পাচ্ছে না পূর্বাঞ্চল। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটি তিনি খেলতে পারেন নি পিঠে চোট থাকায়। ওভালে যদিও একাদশে ফিরেছিলেন। করেছিলেন অর্ধশতকও। আকাশকেও বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মহম্মদ শামি, মুকেশ কুমাররা অবশ্য থাকছেন স্কোয়াডে।

নর্থ জোনের নেতৃত্বে শুভমান-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস করেছেন শুভমান গিল (Shubman Gill)। কঠিন পরিস্থিতিতে সিরিজ ২-২ ড্র রাখতে পেরেছে ‘মেন ইন ব্লু।’ ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন পাঞ্জাবের তরুণ। ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে তিনি করেছিলেন ৭৫৪ রান। একটি দ্বিশতরান-সহ মোট চারটি সেঞ্চুরি করেছিলেন তিনি। কোনো পাঁচ টেস্টের সিরিজে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়েন। এছাড়াও ভাঙেন একঝাঁক রেকর্ড। দলীপ ট্রফি (Duleep Trophy) দিয়ে বাইশ গজে ফিরতে চলেছেন তিনি। নর্থ জোনের অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম। এছাড়া স্কোয়াডে রয়েছেন আয়ুষ বাদোনি, যশ ধূল, অংশুল কম্বোজ, নিশান্ত সিন্ধু, আর্শদীপ সিং, হর্ষিত রাণা, মায়াঙ্ক ডাগর, যূধবীর সং চরকের মত পরিচিত মুখেরা। ঈশান ও আকাশ-হীন পূর্বাঞ্চলের জন্য লড়াইটা যে কঠিন হবে তা নিশ্চিত।

Also Read: TOP 3: এই ৩ কারণে কেএল রাহুলের এশিয়া কাপে অবশ্যই ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *