ind-vs-eng-bcci-to-call-3-stars-back
Team India | Image: Getty Images

বেশ জমে উঠেছে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্যায়ের খেলা। ভারতীয় দলের তাবড় তাবড় খেলোয়াড়রা নাম লিখিয়েছেন রঞ্জি ট্রফিতে। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ঋষভ পন্থদের (Rishabh Pant) মতন তারকা ক্রিকেটাররা রঞ্জি ট্রফিতে নাম লিখিয়েছেন। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়দের আসন্ন ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাওয়া যাবে। একদিকে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজে প্রথম ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডকে সাত উইকেটে পরাস্ত করেছে। দলের দুর্দান্ত পারফরমেন্সের পর বেশ আত্ম বিশ্বাস ফিরে এসেছে ভারতীয় শিবিরে।

নতুন দলে সুযোগ পেলেন না রোহিত-বিরাটরা

Rohit Sharma and Virat Kohli, gambhir
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

আসলে ২০২৪ সালের শুরুতে ভারতীয় দল প্রথম ছয় মাস দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবে পরবর্তী ৬ মাস ভারতীয় দলের প্রদর্শন ছিল খুবই নিম্নমানের। টি-টোয়েন্টি ফরম্যাট ব্যতীত বাকি ফরম্যাট গুলিতে ভারত প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে ভারতীয় দল গত বছর কেবলমাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। এবং শ্রীলংকার মতন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত ২-০ ব্যবধানে সিরিজের পরাজিত হয়েছিল। এখানেই শেষ নয় ভারত টেস্ট সিরিজেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে। ২০২৫ সালের শুরুতে ভারতকে সাদা বলের বেশ কয়েকটি ম্যাচ খেলতে দেখা যাবে। তারই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ২০২৪ সালে সেরা প্রকাশ করেছে।

Read More: রণবীর বা আয়ুষ্মান নন, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে লিড রোলে অভিনয় করবেন এই বলিউড তারকা !!

বর্ষসেরা স্কোয়াডে জায়গা পাননি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) এমনকি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতন তারকারা। যেহেতু ভারত কেবলমাত্র তিনটি ওডিআই ম্যাচ খেলেছিল সেই অর্থে ভারতীয় কোন খেলোয়াড় এই একাদশে সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলংকার ক্রিকেটাররা। বর্ষসেরা তালিকায় অধিনায়ক হিসেবে বাছা হয়েছে শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাকে (Charith Asalanka)।

হার্দিক পান্ডিয়াকে দেওয়া হলো না সুযোগ

Hardik Pandya
Hardik Pandya | Image: Getty Images

প্রসঙ্গত, গত বছর ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ৩ ম্যাচ খেলেছিল, সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাতিত বাঁকি ব্যাটসম্যানদের থেকে রান দেখা যায়নি। এমনকি বল হাতে জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) দেখতে পাওয়া যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করার পর বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। অন্যদিকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ব্যক্তিগত কারণের জন্য শ্রীলঙ্কা সফর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। যে কারণে দলে জায়গা হয়নি কোনো ভারতীয়র। তবে বর্ষসেরা একাদশে দাপট রয়েছে এশিয়ার দলের।

এশিয়া থেকেই সুযোগ পেয়েছেন ১০ জন তারকা। পাকিস্তানের সাইম আয়ুব (Saim Ayub), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) এবং হ্যারিস রউফকে (Haris Rauf) রাখা হয়েছে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন আফ্রিদি এবং রাউফ। তাছাড়া দক্ষিণ আফ্রিকাতে সিরিজের সেরা হয়েছিলেন সাইম আয়ুব। পাকিস্তানের গত বছরটা ওডিআই ফরমেটে বেশ ভালো কেটেছে যে কারণে ওডিআই ফরমেটে বর্ষসেরা ক্রিকেটারদের মধ্যে তিনজনকে সুযোগ দিয়েছে আইসিসি। বর্ষসেরা ওডিআই স্কোয়াডে শ্রীলংকা দল থেকে জায়গা বানিয়ে নিয়েছেন ওপেনার ব্যাটসম্যান পথুম নিসঙ্কা (Pathum Nissanka)। তাছাড়া, মিডিল অর্ডারে কুশল মেন্ডিস (Kusal Mendis) ও চরিথ আসালঙ্কাকে রাখা হয়েছে। দলের তুখর অলরাউন্ডার হিসাবে জায়গা বানিয়ে নিয়েছেন ওয়ানিন্দু হাসরাঙ্গা (Wanindu Hasaranga)।

এশিয়ার ১০ জন খেলোয়াড় পেয়েছেন সুযোগ

Harris Rauf, Shaheen Afridi and Naseem Shah, t20 world cup 2024
Harris Rauf, Shaheen Afridi and Naseem Shah | Image: Twitter

পাকিস্তান ও শ্রীলঙ্কার মতন গত বছর বেশ কয়েকটি ওডিআই ম্যাচ খেলেছে আফগানরাও। আফগানি ওপেনার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaj) সহ অলরাউন্ডার আজমাতুল্লা ওমরজাই (Azmatullah Omarzai) ও স্পিনার আল্লাহ গজনফারকে বেছে নিয়েছে আইসিসি। এশিয়ার বাইরে থেকে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার শেরাফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) এই দলে জায়গা পেয়েছেন।

২০২৪ সালের আইসিসির সেরা ওডিআই একাদশ

সইম আয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চরিথ আসালঙ্কা (ক্যাপ্টেন), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, আল্লাহ গজনফর।

Read Also: “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডোবাবে…” রঞ্জির দুই ইনিংসে ব্যার্থ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হলেন চরম ট্রোল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *