এশিয়া কাপ (Asia Cup 2025) আদৌ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর আপত্তি আসতে পারে ভারতের তরফ থেকে, অনুমান করছিলেন ক্রিকেটজনতা। কিন্তু শেষমেশ সেই পথে হাঁটে নি বিসিসিআই। টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেতই দিয়েছে তারা। গত ২৪ জুলাই গ্রুপ বিন্যাস ও সূচি প্রকাশ করেছে মহসীন নকভি’র নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। দুই বারের চ্যাম্পিয়নরা দৌড় শুরু করছে ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ১৪ তারিখ রয়েছে মহারণ। মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ১৭ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি খেলবে পাক দল। সবুজ জার্সিতে কারা নামবেন মাঠে? কৌতূহল ছিলো বিশেষজ্ঞমহলে। অবশেষে সেই প্রশ্নের জবাব মিলেছে আজ। সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।
Read More: “ধোনি ছেঁটে ফেলেছিলো, কিন্তু শচীন…” ‘ক্যাপ্টেন কুল’-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বীরেন্দ্র শেহবাগের !!
এশিয়া কাপে নেই বাবর-রিজওয়ান-

আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী’র বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজ ও এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য আজ দল বেছে নিলো পাক ক্রিকেট নিয়ামক সংস্থা। সলমন আলি আঘা’র নেতৃত্বাধীন স্কোয়াডে জায়গা হয় নি ওয়াঘা পাড়ের দুই সুপারস্টার বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan)। অফ ফর্মের সমস্যায় ভুগছেন দু’জনেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ান ডে সিরিজে বাবর তিন ইনিংসে করেছেন যথাক্রমে ৪৭, ০ ও ৯। শেষ ৭২ আন্তর্জাতিক ইনিংসে শতরানের দেখা পান নি তিনি। বেহাল দশা রিজওয়ানেরও (Muhammad Rizwan)। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৫৩ করলেও পরবর্তী দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০ ও ১৬ রান। এমতাবস্থায় এশিয়া কাপের মত বড় টুর্নামেন্টে তাঁদের বয়ে বেড়ানোর ঝুঁকি নিতে রাজী হন নি নির্বাচকেরা।
বাবর (Babar Azam) এবং রিজওয়ান যে বাদ পড়তে পারেন সেই গুঞ্জন চলছলো দীর্ঘ সময় ধরেই। গত বছরের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) হতশ্রী পারফর্ম্যান্সের পর থেকেই কুড়ি-বিশের ক্রিকেট থেকে ধীরে ধীরে তাঁদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করেছে পিসিবি। ২০২৫-এ এখনও অবধি একটি টি-২০ ম্যাচেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান নি বাবর (Babar Azam)। শিকে ছেঁড়ে নি রিজওয়ানের ভাগ্যেও। অদূর ভবিষ্যতেও তাঁদের প্রত্যাবর্তনের বিশেষ সম্ভাবনা যে নেই তার প্রমাণ সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (WI vs PAK), আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে বাদ পড়া। বাবরের অনুপস্থিতিতে টপ-অর্ডারে দেখা যাবে সাইম আইয়ুব, ফখর জামানদের। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে রিজওয়ানের বদলে পাকিস্তান সুযোগ দিয়েছে মহম্মদ হারিস’কে (Mohammad Haris)।
রয়েছেন রউফ-আফ্রিদিরা-

বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের (Muhammad Rizwan) মত সিনিয়রদের সরিয়ে দেওয়া হলেও পিসিবি আস্থা রেখেছে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের উপর। দুই ফ্রন্টলাইন ফাস্ট বোলারের পাশাপাশি পেস ব্যাটারির ধার বাড়াতে থাকছেন হাসান আলি (Hasan Ali), মহম্মদ ওয়াসিম জুনিয়র’রা। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে জায়গা পান নি নাসিম শাহ। স্পিনার হিসেবে আবরার আহমেদের সাথে জুড়ে দেওয়া হয়েছে বছর ২৫-এর সুফিয়ান মুকিমকে। এমার্জিং এশিয়া কাপের ম্যাচে ভারতের অভিষেক শর্মা’র (Abhishek Sharma) সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। আসন্ন এশিয়া কাপে ফের একবার মুখোমুখি হবেন দু’জনে। স্ফূলিঙ্গের প্রত্যাশা রাখতেই পারেন ক্রিকেটজনতা। সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজদের মত ব্যাটাররা রয়েছেন স্কোয়াডে। বিপিএলে ঝড় তোলা খুশদিল শাহকেও দেখা যাবে এশিয়া কাপের (Asia Cup 2025) আসরে।
এক নজরে সম্পূর্ণ পাক দল-
Pakistan have named their squad for the Asia Cup and the UAE tri-series.
They add pace bowlers Mohammad Wasim and Salman Mirza to the squad that faced West Indies pic.twitter.com/H6lh5DjoWw
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 17, 2025
Also Read: Asia Cup 2025: এশিয়া কাপের মঞ্চে কামব্যাক, বুমরাহর আগমনে উত্তেজনা তুঙ্গে !!