চতুর্থ টেস্টের আগে দেশে ফিরলেন দলের মেরুদন্ড, মাথায় হাত গম্ভীরের !! 1

IND vs ENG: ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। ভারতীয় দলকে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে সিরিজে সমতা ফেরানোর জন্য। তাছাড়া, যদি চলমান এন্ডারসন-টেন্ডুলকার ট্রফি তাঁরা ডিফেন্ড করতে চায় তাহলে ভারতীয় দলকে যেকোনো মূল্যে আগামী টেস্টটি ড্র করতেই হবে। অন্যদিকে চতুর্থ টেস্টের আগেই মাথায় হাত পড়েছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। চতুর্থ টেস্টের আগেই দেশে ফিরতে হয়ে দলের মেরুদন্ডকে।

মাথায় হাত গম্ভীরের

Ind vs eng
Gautam Gambhir and Ajit Agarkar | Image: Getty Images

চলতি টেস্ট সিরিজে (IND vs ENG) একেরপর এক খেলোয়াড়কে চোটের মুখোমুখি হতে চলেছে। চোটের কারণেই একেরপর এক খেলোয়াড়কে ভুগতে হচ্ছে ইংল্যান্ড সফরে। প্রথম থেকেই টিম ম্যানেজমেন্টকে জসপ্রীত বুরমাহ (Jasprit Bumrah) জানিয়ে দিয়েছিলেন তিনি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩টির বেশি খেলতে পারবেন না। এরপর চলমান টেস্ট সিরিজে কিপিং করতে গিয়ে ঋষভ পন্থ (Rishabh Pant) চোট পেয়েছিলেন, তারপর বোলিং করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন আকাশ দীপ। অনুশীলনে আঙ্গুল কেটেছেন অর্ষদীপ এবং এবার ভারতীয় দলের মেরুদন্ড অর্থাৎ নীতিশ রেড্ডি হাঁটুতে চোট পেয়ে দেশে ফিরে এসেছেন। সোমবার বোর্ড জানিয়ে দিয়েছে, চলতি সিরিজে আর খেলতে পারবেন না নীতীশ। তাঁর বাম হাঁটুতে চোট লেগেছে। দেশে ফিরছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে বোর্ড।

Read More: চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !!

তারকা খেলোয়াড় গেলেন ছিটকে

চতুর্থ টেস্টের আগে দেশে ফিরলেন দলের মেরুদন্ড, মাথায় হাত গম্ভীরের !! 2
Nitish Reddy | Image: Getty Images

নীতিশ দলের ব্যাটিং অলরাউন্ডার। পাশাপশি, প্রয়োজনীয় কিছু স্পেল করে থাকেন তিনি। নীতিশ চলতি সিরিজে ব্যাট হাতে সেভাবে ছন্দ দেখাতে পারেননি। অস্ট্রেলিয়ায় যেভাবে তিনি ব্যাটিং করেছিলেন তাতে টিম ম্যানেজমেন্ট অনেকটাই আশা রেখেছিল তাঁর উপর। ৪ ইনিংসে নীতিশের সংগ্রহ ৪৫, সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলতে পেরেছেন তিনি এবং ২ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। নীতিশ দেশে ফিরতেই চাপ বাড়বে ভারতের। আসলে, নীতিশ দলকে একটি ভালো ভারসাম্য বজায় রাখতে বেশ সাহায্য করেন। নীতিশকে নিয়ে বেআহ আশাবাদী ছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল ও সহকারী কোচ রায়ান টেন ডেস্কটে। বাঁকি দুই টেস্টে নীতিশকে না পাওয়াটা ভারতীয় দলের কাছে চিন্তার এক বড় বিষয় হয়ে দাঁড়ালো। নীতিশ কুমারের বদলে ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন আনসুল কম্বোজ (Ansul Kamboj)। চতুর্থ টেস্টে দলে দলে সরাসরি সুযোগ করে নিতে পারেন।

Read Also: IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টে উইকেটরক্ষক ধ্রুব জুরেল, ঋষভকে নিয়ে বিশেষ ভাবনা টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *