IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে বেশ সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল ভারতীয় দল। তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। এছাড়া প্রথম টেস্টে অসফল হওয়া শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং সাই সুদর্শন (Sai Sudharsan) দল থেকে বাদ পড়েছেন এবং বদলে ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) এবং নীতিশ রেড্ডিকে (Nitish Reddy) সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে (IND vs ENG) দিনের শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন কেএল রাহুল (KL Rahul)। ২৬ বল খেলে মাত্র ২ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন রাহুল।
প্রথম দিন শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া

রাহুল আউট হতেই ব্যাটিং করতে আসেন করুণ নায়ার (Karun Nair)। দীর্ঘ আট বছর পর ভারতীয় দলের জার্সিতে আবারও দেখতে পাওয়া যাচ্ছে এই তারকা খেলোয়ারকে। একসময় ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিশত রান হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম করে নিয়েছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে ছন্দ খুঁজে পেতে বেশ কষ্ট করতে হয়েছে তাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেভাবে রান বানাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিন নম্বরে ব্যাটিং করতে এসেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। কেবলমাত্র ৩০ রান বানিয়ে ফিরতে হয়েছে এই তারকা খেলোয়াড়কে। প্রথম দিন শেষে ভারতীয় দলের হয়ে আবার একবার শতরান হাঁকালেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।
Read More: IND vs ENG 2nd Test: বন্ধু’কে বঞ্চিত করলেন ‘ক্যাপ্টেন’ শুভমান, কথা রাখলেন না ‘কোচ’ গম্ভীরও !!
আপাতত ২১৬ বল খেলে ১১৪ রানের ব্যাটিং করছেন ভারত অধিনায়ক। তাকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। যিনি ৬৭ বলে ৪১ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত সূচনা দিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কেবলমাত্র ১৩ রানের জন্য এই সিরিজে দ্বিতীয় শত রান মিস করে ফেললেন তিনি। জয়সওয়াল আউট হতে ব্যাটিং করতে আসেন গত ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে শোয়েব বাশিরকে দেখে আগ্রাসী ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পন্থ। পরে তার খেসারত গুনতে হয়েছে তাঁকে। যে কারণেই মাত্র ২৫ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে।
দ্বিতীয় টেস্টে চূড়ান্ত ভাবে ব্যার্থ নীতিশ রেড্ডি

পন্থ আউট হতে ব্যাটিং করতে আসেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Reddy)। এর আগে অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। ক্যাঙ্গারুদের বিরুদ্ধে ২৯৯ বানিয়েছিলেন নীতিশ। যার মধ্যে একটি শত রান ছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এন্ট্রি নেওয়া নীতিশ রেড্ডিকে কেবলমাত্র ছয়টি বল খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের ইনসুইং বল বুঝতে না পেরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তারপরেই অফ স্ট্যাম্পে বল লেগে আউট হতে হয়েছিল তাকে। দলে শার্দূল ঠাকুরের পরিবর্তে এন্ট্রি নিয়েছিলেন নীতিশ, তবে প্রথম ম্যাচে তার ব্যাটিং দেখে হতাশ ভারতীয় ভক্তদের থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টেস্টে তাঁর সুযোগ পাওয়া নিয়ে রয়েছে সংশয়।