দিল্লির অধিনায়ক হলেন নীতিশ রানা, আইপিএল নিলামের আগেই এল বড়ো খবর !! 1

দিল্লি ক্যাপিটাল (Delhi Capitals) এই বছর আইপিএলে (IPL 2025) শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে বিশেষ নজর কেড়েছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত প্লে অফে পৌঁছাতে পারেনি। তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দিয়েছিলেন। টুর্নামেন্টে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন অধিনায়ক অক্ষর প্যাটেল‌ও (Axar Patel)। আগামী মরসুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। একাধিক তারকা ক্রিকেটারদের তারা ছেড়ে দিয়েছে। এর মধ্যেই এবার দিল্লির নতুন অধিনায়ক হিসেবে এলেন নীতিশ রানা (Nitish Rana)।

Read More: ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !!

নেতৃত্বের দায়িত্বে নীতিশ রানা-

Nitish Rana,kkr, ipl 2025
Nitish Rana | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দীর্ঘদিনের সদস্য ছিলেন নীতিশ রানা। এই বছর মেগা নিলামের মাধ্যমে তিনি রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) যোগদান করেন। কিন্তু টুর্নামেন্টে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না। ১১ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২১৭ রান। এর ফলে আগামী মরসুমের আগে রাজস্থান এই সদস্যকে ছেড়ে দিয়েছে। ট্রেডের মাধ্যমে নীতিশ দিল্লি ক্যাপিটালসে (DC) এসেছেন। আগামী আইপিএলে তাকে এই দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে।

এর মধ্যে দিল্লির অধিনায়ক হিসেবে এই তারকা ব্যাটসম্যানকে বেছে নেওয়া হয়েছে। আসন্ন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তিনি দিল্লি রাজ্য দলকে নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্টে ২৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। নীতিশ রানা এর আগে কলকাতার নাইট রাইডার্সের হয়ে নেতৃত্বে দায়িত্ব সামলেছিলেন। উল্লেখ্য দিল্লি দলে আয়ুশ বাদোনি (Ayush Badoni), প্রিয়াংশ আর্য (Priyansh Arya), সুয়াশ শর্মার (Suyash Sharma) মতো ক্রিকেটার‌ও আসন্ন ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সুযোগ পেয়েছেন।

ফর্মে নেই নীতিশ রানা-

Ipl 2025 নীতিশ রানা
Nitish Rana | Image: Getty Images

মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন নীতিশ রানা (Nitish Rana)। এরপর ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি কলকাতার নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ২০২৩ সালে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) চোটের মধ্যে থাকায় এই তারকা ব্যাটসম্যানকে নাইটদের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। তার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে কলকাতা ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল।

এই মরসুমে তার ব্যাট থেকে এসেছিল ১৪ ম্যাচে ৪১৩ রান‌। গত বছর শ্রেয়ের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। কিন্তু এই দলের হয়ে চোটের কারণে সবকটি ম্যাচ খেলতে পারেননি নীতিশ। তবে এই বছর দিল্লি প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। তার নেতৃত্বে ওয়েস্ট দিল্লি লায়ন্স এবার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে অপরাজিত ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রানা। এখনও পর্যন্ত আইপিএলে তার ১১৮ ম্যাচে ২৮৫৩ রান সংগ্রহে রয়েছে। দেশের হয়েও ২ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এই তারকা ব্যাটসম্যান।

Read Also: “তোমার কাজ ভক্তদের দূরে রাখা..”, নিরাপত্তারক্ষীর ওপর মেজাজ হারিয়ে সমালোচনায় শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *