নেতৃত্ব হারানোর ফলে ক্ষুব্ধ নীতিশ রানা, আগামী মরসুমে ছাড়তে চলেছেন দল !! 1

খবরের শিরোনামে নীতিশ রানা (Nitish Rana)। ২০২৩ মরসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক ছিলেন তিনি। শ্রেয়স আইয়ার পিঠের বালজিং ডিস্কের সমস্যার কারণে ছিটকে যাওয়ায় রানার হাতেই অধিনায়কত্ব ভার তুলে দিয়েছিলো নাইট ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সাল থেকে নীতিশ বেগুনি-সোনালী জার্সি গায়ে খেলছেন। সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁকেই যোগ্যতম মনে করেছিলো দল। তাই এক মরসুমের জন্য দেওয়া হয়েছিলো দায়িত্ব।

মরসুমে ১৪ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে কলকাতা। হার ৮টি’তে। শেষ অবধি প্লে-অফের আশা জিইয়ে রেখেও ছিটকে যেতে হয় অন্তিম ম্যাচ-ডে’তে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে হেরে। লীগ তালিকায় কলকাতা (KKR) শেষ করে সাত নম্বরে। দল খেতাব জয়ের কাছাকাছি পৌঁছতে না পারলেও ব্যাট হাতে হতাশ করেন নি রানা। ১৩ ম্যাচে প্রায় ১৪১ স্ট্রাইক রেটে ৪১৩ রান করেন তিনি। করেন ৩ টি অর্ধশতরান’ও।আগামী মরসুমেও নাইট শিবিরের অন্যতম বাজি হতে চলেছেন এই বাঁ-হাতি ব্যাটার। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফিরে এলে তাঁর হাতেই যে ফের উঠবে নেতৃত্বের ব্যাটন সে ব্যাপারেও নিশ্চিত সকলে।

আইপিএলে কোনো সমস্যা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব প্রশ্নে সংঘাতের পথে হাঁটতে চলেছেন তিনি। দিল্লীর হয়ে খেলেন নীতিশ (Nitish Rana)। ৪৪ প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ২৫০৭ রান। লিস্ট-এ ফর্ম্যাটে রয়েছে ৭১ ম্যাচে ২২০৯ রান। য়ার টি-২০ ফর্ম্যাটে করেছেন ১৭৫ ম্যাচে ৪২৭৫ রান। গত মরসুমে দিল্লী ক্রিকেট সংস্থার সাথে সম্পর্কের অবনতি হয়েছে তাঁর। নীতিশকে সরানো হয়েছে সাদা বলের ক্রিকেটে দলে নেতৃত্ব থেকে। বদলে ক্রিকেটের আঙিনায় সদ্য পা রাখা যশ ধূলকে (Yash Dhull) করা হয়েছে দলনায়ক। এই নিয়ে ক্ষুব্ধ নীতিশ। শোনা যাচ্ছে দিল্লী স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে দল ছাড়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন তিনি।

Read More: ‘প্রধান কোচ হওয়ার উপযুক্ত নন…’ দ্রাবিড়ের কোচিংকে কটাক্ষ করলেন পাকিস্তানি খেলোয়াড়, জানালেন উপযুক্ত কোচের নাম !!

দল ছাড়তে চেয়ে আবেদন করেছেন নীতিশ রানা-

Nitish Rana | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়ক ছিলেন নীতিশ রানা (Nitish Rana)। কিন্তু তাঁর নিজের রাজ্য দল সাদা বলের ফর্ম্যাটে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন তাঁকে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি। এছাড়াও দিল্লী দলের সাজঘরে একাধিক ক্রিকেটারের সাথে তাঁর বচসাও হয় বলে শোনা গিয়েছিলো গত বছর। এমনকি লাল বলের ফর্ম্যাট থেকে শৃঙ্খলাজনিত কারণে বাদও পড়তে হয়েছিলো নীতিশ রানাকে (Nitish Rana)।

দিল্লী ক্রিকেট সংস্থার উপর ক্ষুব্ধ নীতিশ (Nitish Rana) এবার সরাসরি দল ছাড়তে চেয়ে আবেদন করেছেন। তাঁর পাশাপাশি দল ছাড়ার ব্যাপারে এনওসি চেয়ে আবেদন করেছেন গত রঞ্জি মরসুমে তাদের হয়ে সর্বোচ্চ রান করা ধ্রুব শোরেও (Dhruv Shorey)। দিল্লী নক-আউটে না পৌঁছলেও শোরে ৮৬৯ রান করেছিলেন। মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), অর্পিত ওয়াসাওয়াড়া (Arpit Vasavada) এবং অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) পর টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শোরে।

নীতিশের দলত্যাগ নিয়ে বিবৃতি DDCA-র-

Nitish Rana | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

নীতিশ রানা (Nitish Rana) এবং ধ্রুব শোরের (Dhruv Shorey) দলত্যাগ প্রসঙ্গে দিল্লী ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রাজীব মনচন্দা পিটিআই-কে জানিয়েছেন, “হ্যাঁ, এটা সত্যি যে ধ্রুব ও নীতিশ দল ছাড়তে চেয়েছে। আমরা অবশ্যই তাঁদের অনুরোধ করবো থেকে যাওয়ার জন্য, কারণ দুজনেই আমাদের সিনিয়র ক্রিকেটার। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই ওরা নেবেন। ওরা যদি শেষমেশ দল ছাড়তে চায়, তাহলে আমরা অবশ্যই ওদের এনওসি দেবো।”

দিল্লী ক্রিকেট সংস্থার এক শীর্ষকর্তা নাম গোপন রাখার শর্তে পিটিআই-কে জানিয়েছেন, “নীতিশ ক্ষুব্ধ কারণ ওকে লাল বলের ফর্ম্যাট থেকে বাদ দেওয়া হয়েছিলো এবং সরানো হয়েছিলো অধিনায়কত্ব থেকে। আর ধ্রুব বিরক্ত কারণ ওকে কেবল লাল বলের স্পেশ্যালিস্ট হিসেবে দেখছিলেন নির্বাচকেরা। সেই কারণেই ওরা দল ছাড়তে চায়। সভাপতি রোহন জেটলি ওদের সাথে কথা বলতে পারেন। কিন্তু ডিডিসিএ বীরেন্দ্র শেহবাগকেও দল ছাড়া থেকে আটকায় নি।”

Also Read: WC 2023: শেষমেশ শিখর ধাওয়ান হয়ে গেলেন টিম ইন্ডিয়ার সিলেক্টর, বেছে নিলেন দলের নয়া ‘চার’ নম্বর ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *