আইপিএলের (IPL 2025) মঞ্চে আত্মপ্রকাশ করেই হইচই ফেলে দিয়েছেন এই রকম ক্রিকেটারদের তালিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বছর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) মতো ক্রিকেটারদের বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছিল। তবে অনেকেই তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়ার পর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না। বিপুল পরিমাণ অর্থের প্রলোভনে ভুল পথে চালিত হন অনেক তারকা। ফলে তাদের আন্তর্জাতিক মঞ্চের রাস্তা চিরকালের জন্য এক সময় বন্ধ হয়ে যায়। আজ এখানে এমন তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলা হলো যার আর আন্তর্জাতিক মঞ্চে ফেরার রাস্তা নেই বলেই মনে করা হচ্ছে।
Read More: আগস্টেই আবার অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন গিল, এই নতুন দলের হয়ে সামলাবেন দায়িত্ব !!
বন্ধ আন্তর্জাতিক মঞ্চে ফেরার রাস্তা-

নীতিশ রানা (Nitish Rana) আইপিএলের (IPL 2025) মঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) হাত ধরে যাত্রা শুরু করেছিলেন। এরপর ২০১৮ সালে এই তারকা ব্যাটসম্যানকে ৩.৪ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দলের হয়ে অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছেন তিনি। ব্যাট হাতে দিল্লির এই ব্যাটসম্যান গড়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস। গত বছর তিনি নাইটদের ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু মাত্র দুটি ম্যাচে অংশগ্রহণ করতে পেরেছিলেন নীতিশ রানা (Nitish Rana)। এই দলের হয়ে এক সময় অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি। এরপর এই বছর মেগা নিলামের আগে দীর্ঘদিনের এই সদস্যকে ছেড়ে দেয় নাইট রাইডার্স।
মেগা নিলামে ৪.২০ কোটি টাকার বিনিময়ে এই তারকাকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস (RR)। কিন্তু এই নতুন দলের হয়েও সেইভাবে প্রভাব ফেলতে পারেনি তিনি। ১১ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ২১৭ রান। ফলে নীতিশের (Nitish Rana) আর জাতীয় দলে ফেরা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রধানত মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। বর্তমানে রিঙ্কু সিং (Rinku Singh), তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকা ব্যাটসম্যান জাতীয় দলের মিডল অর্ডারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। তাই নির্বাচকদের চিন্তাভাবনার বাইরে চলে গেছেন নীতিশ রানা। উল্লেখ্য তিনি শেষ ২০২১ সালে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেছিলেন।
দিল্লি প্রিমিয়ার লিগে নীতিশ রানা-

২ আগস্ট থেকে শুরু হয়েছে দিল্লি প্রিমিয়ার লিগের (Delhi Premier League) দ্বিতীয় মরসুম। এই টুর্নামেন্টে ওয়েস্ট দিল্লি লায়ন্সের (West Delhi Lions) হয়ে নেতৃত্ব দিচ্ছেন নীতিশ রানা (Nitish Rana)। ইতিমধ্যেই ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় তুলে নিয়ে তিনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওয়েস্ট দিল্লি লায়ন্স দলে এই বছর বোলিং আক্রমণে রয়েছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)। এখনও পর্যন্ত নীতিশ রানা এই টুর্নামেন্টে ৩ ম্যাচে ৩৫ গড়ে সংগ্রহ করেছেন ৭০।
অন্যদিকে দিকে এই তারকা ব্যাটসম্যান বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে পুরানি দিল্লি ৬-এর বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সঙ্গে মাঠের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। যা নিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা চলছে। উল্লেখ্য এখনও পর্যন্ত এই দিল্লির তারকা ব্যাটসম্যান ভারতের হয়ে ২ টি টি-টোয়েন্টি ম্যাচ এবং একটি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ১১৮ টি আইপিএল ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ২৮৫৩ রান। এছাড়াও ৫৪ প্রথম শ্রেণীর ক্রিকেটে নীতিশ রানা (Nitish Kumar) ২ ৯৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।