আসন্ন IPL-এর আগে ঘরে ফিরছেন নীতিশ রানা, KKR'এর অধিনায়ক হয়ে নিবেন এন্ট্রি !! 1

আইপিএলের (IPL) আগামী আসর শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে শুরু হয়েছে উত্তেজনা। গত মৌসুমে বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়ে বড় ভুল করেছিল নাইট রাইডার্স। এমনকি নাইট রাইডার্স দলের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব কিংসের হয়ে গত মৌসুমে খেলা চালিয়েছিলেন। ফিলিপ সল্ট যিনি ২০২৪ মৌসুমে অসাধারন ছন্দে ছিলেন তাকে ছাড়া ২০২৫’এর আইপিএল খেলেছে আরসিবি। এমনকি, মিচেল স্টার্ক এবার খেলেছিলেন দিল্লি দলে। তবে, আসন্ন আইপিএলের আগে ঘরে ফিরছেন নীতিশ রানা (Nitish Rana)। নাইট রাইডার্স দলের হয়ে আগেও ক্যাপ্টেনসি করেছেন রানা। সূত্রের খবর, নীতিশ রানা আবার দলে ফিরে আসতে চলেছেন। যদিও, অফিসিয়াল ভাবে কোনো খবর দেয়নি নাইট রাইডার্স কতৃপক্ষ।

দলে ফিরতে পারেন নীতিশ রানা

Nitish Rana,kkr, ipl 2025
Nitish Rana | Image: Getty Images

আর সেই সময় তাঁর ঠান্ডা মাথা ও আক্রমণাত্মক মানসিকতা সকলের নজর কাড়ে। ২০২৫ সালের নিলামের আগে নীতিশ রানা (Nitish Rana) রাজস্থান রয়্যালসের হয়ে যুক্ত হয়েছিলেন। গত বারের নিলামে রানাকে দলে পেতে চায়নি নাইট রাইডার্স। এমনকি, তাঁর মাশুল গুনতে হয়েছিল নাইট রাইডার্স দলকে। সূত্রের দাবি, আইপিএল ট্রেড উইন্ডো খোলার পর থেকেই নাইট ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। রানাও নাকি তাঁর পুরানো দলে ফিরে আসার জন্য রাজি হয়ে গিয়েছেন। এমনকি, রানাকে আগামী মৌসুমে দলের অধিনায়ক বানানোর চিন্তায় রয়েছে KKR টিম ম্যানেজ মেন্ট।কেকেআর শিবিরের পক্ষ থেকে মনে করা হচ্ছে, অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার ও বামহাতি ব্যাটসম্যান হিসাবে নীতিশ রানার অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Read More: রোহিত শর্মা ১৪, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ টি ছক্কা এবং ১৬ টি চারের সাহায্যে ১২৩ রান করলেন বিরাট !!

ক্যাপ্টেন্সি পাওয়ার দৌড়ে এগিয়ে রানা

Kkr
Nitish Rana | Image: Getty Images

গতবারের আইপিএলে সেভাবে শক্তি দেখাতে পারেনি নাইট শিবির। তবে রানার দলে ফিরে আসাটা একটি বড় প্রাপ্তি হতে চলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি নাইট টিম ম্যানেজমেন্ট। আইপিএলের ট্রেড  উইন্ডো চলাকালীন দুই দলের মধ্যে সমঝোতার প্রয়োজন। রাজস্থান শিবিরেও বেশ ফাঁটল লক্ষ করা গিয়েছে। গতবার দলের হেড কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তিনি পদত্যাগ করেছেন। তাছাড়া,  সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল ছাড়া নিয়ে নানান খবর সামনে উঠে আসছে। বেশ কিছু সূত্রের দাবি, স্যামসন নাকি এবার রাজস্থান ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন অর্থাৎ আগামী মৌসুম থেকে তিনি দিল্লি ক্যাপিটালস দলের ক্যাপ্টেনসি করতে পারেন।

Read Also: ৬,৬,৬,৬,৪,৪.. মাঠে ফিরেই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, একটুর জন্য মিস করলেও ডবল সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *