KKR ছাড়ছেন নীতিশ রানা, মেগা নিলামের আগেই দিলেন চাঞ্চল্যকর বয়ান !! 1

আসন্ন আইপিএলে বড় পরিবর্তন দেখা যেতে চলেছে কলকাতা শিবিরে (KKR)। আইপিএল ২০২৪ এর আগেই মেগা নিলাম অনুষ্ঠিত হবে। মেগা নিলামের আগে দল গোছাতে ব্যস্ত প্রতিটি শিবির। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড প্লেয়ার ও একজন আনক্যাপড প্লেয়ারকে রিটেইন করতে পারবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। যে কারণে সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। নাইট শিবিরে একাধিক সুপারস্টার প্লেয়ার রয়েছেন যে কারণে কোন পাঁচজন খেলোয়াড় কে ধরে রাখবে সে বিষয়ে রয়েছে জল্পনা।

রানাকে রিটেন করবে না KKR

Nitish Rana,kkr
Nitish Rana | Image: Getty Images

ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের সহ অধিনায়ক নীতিশ রানাকে (Nitish Rana) নিয়ে উঠছে প্রশ্ন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান দল থেকে কলকাতা দলের ট্রেডিং হয়েছিলেন নীতিশ রানা। KKR’এর জার্সিতে নীতিশ রানা ৯০টি ম্যাচে ২৮.১৯ গড়ে ও ১৩৬.৩২ স্ট্রাইক রেটে ২১৯৯ রান বানিয়েছেন। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি সিজিনে ৩০০’র বেশি রান বানিয়েছেন নীতিশ। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলকে ২০২৩ সালে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। তবে, ২০২৪ সালে চোটের কারণে একাধিক ম্যাচেই খেলতে পারেননি নীতিশ।

Read More: “গডস প্ল্যান…” বাংলাদেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক ব্যাটিং করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং রিঙ্কু সিং !!

সম্প্রতি নীতিশ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি চান ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রাখুক, কিন্তু এখনও তিনি নিশ্চিত নন তার ভবিষ্যৎ নিয়ে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁকে টিম ম্যানেজমেন্ট কোনো যোগাযোগ করেনি। শ্রেয়স, রিঙ্কু, রাসেলদের ভিড়ে নীতিশের জায়গা পাওয়া কঠিন বলেই মনে করছে ক্রিকেটমহল।

বড় বয়ান দিলেন রানা

Nitish rana
Nitish Rana | Image: Twitter

নীতীশ রানা (Nitish Rana) মন্তব্য করে বলেছেন, “সাত বছর ধরে কেকেআরের হয়ে খেলছি। আমাকে রিটেন করা হবে কিনা সেটা আমি বলতে পারবো না। সেটা আমার হাতে নেই। ওরা পুরোপুরি ম্যানেজমেন্টের উপর। এটুকু বলতে পারি, আমার সঙ্গে কেউ (ম্যানেজমেন্টের) এখনও যোগাযোগ করেনি। প্রতি বছর আমি কেকেআরের হয়ে রান করেছি। যদি ওরা আমাকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করে, তা হলে ওরা আমাকে রিটেন করবে।

নীতিশ রানা (Nitish Rana) তার আইপিএল ক্যারিয়ারের সূচনা করেন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্যও হন রানা। এরপর কলকাতা নাইট রাইডার্স দলের হয়র নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান হয়ে ওঠেন তিনি।

Read Also: IPL 2025: রিটেনশন নিয়ম প্রকাশ করলো বোর্ড, KKR, MI ও SRH-এর ‘বাড়াবাড়ি’ বরদাস্ত করলেন না জয় শাহ’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *