আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই ভারতবর্ষে জুড়ে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আসর দশটি দল একটি চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই চালাবে। এবারের আইপিএলে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের পারফর্মেন্স। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করানোর পর রাজস্থান রয়্যালস দলের প্রধান কোচের দায়িত্ত পেয়েছেন। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবার রাজস্থান ফ্র্যাঞ্চাজিকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।
রাজস্তানকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন

বিগত কয়েক বছর ধরে রাজস্থান দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা এই ব্যাটসম্যান। তার নেতৃত্বে রাজস্থান ২০২২ সালের আইপিএল ফাইনাল পৌঁছেছিল। তবে ট্রফি জয় থেকে মাত্র এক কদম দূরেই থাকতে হয়েছিল তাকে। পাশাপাশি, সঞ্জুর নেতৃত্বে গত মৌসুমে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল ফ্রাঞ্চাইজি। তবে, এই মরশুমে সঞ্জুকে টক্কর দেওয়ার জন্য এক খেলোয়াড় রয়েছেন। সঞ্জু অধিনায়ক হিসাবে ব্যার্থ হলে প্রাক্তন নাইট অধিনায়ককে দলের অধিনায়কত্বের ভার তুলে নিতে দেখা যাবে।
Read More: IPL 2025: স্বপ্নভঙ্গ KL রাহুলের, পাচ্ছেন না দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্ব !!
এবারের আইপিএলে (IPL 2025) বেশ কিছু খেলোয়াড়দের নতুন সংযোজন দেখা গিয়েছে সাথে সাথে একাধিক খেলোয়াড়কে তাদের পুরানো ফ্রাঞ্চাইজি ছেড়ে নতুন ফ্রাঞ্চাইজিতে আসতে দেখা গিয়েছে। ঠিক তেমনটাই ঘটেছে কলকাতা দলের প্রাক্তন অধিনায়ক এর সাথেও। আসলে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে পাওয়া যাবে না নীতিশ রানাকে (Nitish Rana)। দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন নীতিশ, এমনকি ২০২৩ সালে শ্রেয়স আইয়ার যখন পিঠের চোটের কারণে পুরো আইপিএল সিজন থেকে বাইরে ছিলেন তখন নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
কলকাতার প্রাক্তন অধিনায়ক ছিনিয়ে নেবেন দলের ক্যাপ্টেন্সি

প্রথম মৌসুমেই অসাধারণ অধিনায়কত্বের প্রমান দিয়েছিলেন এই তারকা খেলোয়ার। ২০২৩ মৌসুমে KKR দলের অধিনায়ক হিসেবে ১৪ ম্যাচে ৬ টি জয় পেয়েছিলেন রানা। তার নেতৃত্বে দল প্লে-অফের জন্য কোয়ালিফাই না করলেও ব্যাটসম্যান হিসেবে বেশ ছন্দ দেখিয়েছিলেন নীতিশ। দীর্ঘ দিন ধরেই অধিনায়কের ভূমিকা পালন করেছেন রানা। আগে ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়েও অধিনায়কত্ব করেছেন তিনি। এবারের আইপিএলে সঞ্জু স্যামসন (Sanju Samson) যদি ব্যার্থ হন তাহলে টিম ম্যানেজমেন্ট নীতিশ রানাকে ক্যাপ্টেনের বিকল্প হিসেবে দেখতে পারে। নীতিশ আইপিএলে মুম্বাই এবং কলকাতা ফ্রাঞ্চাইজির মেয়ে খেলেছেন । আপাতত ১০৭ ম্যাচে ২৮.৩৪ গড়ে এবং ১৩৫.০৫ স্ট্রাইক রেটে ২৬৩৬ রান বানিয়েছেন।