রাহুল-পন্থ বা কোনো বিদেশি নয়, বরং বছর ৩০’এর এই তারকা নিতে চলেছেন KKR দলের দায়িত্ব !! 1

আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৫’এর নিলাম (IPL 2025)। আসন্ন আইপিএল নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে। তবে, আসন্ন আইপিএলে বেশ কয়েকটি আইপিএল ফ্রাঞ্চাইজিতে নতুন অধিনায়ককে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে অন্যতম ফ্রাঞ্চাইজি হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলকে বিজেতা বানানো শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যে কারণে তাকে এবার নিলামের মঞ্চে নাম লেখাতে দেখতে পাওয়া গিয়েছে। আসন্ন আইপিএলে নিলামে নাম লেখাবেন শ্রেয়স এবং সূত্রের খবর অনুযায়ী, তাকে কিনতে মোটা টাকা খরচ করতে রাজি তার পুরানো ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

নতুন অধিনায়কের সন্ধানে রয়েছে KKR

ipl-2025-rinku-can-be-next-kkr-captain
KKR | Image: Getty Images

তবে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়কত্ব কে করবেন ? এই নিয়ে রয়েছে জল্পনা। সমাজ মাধ্যমে একাদল ভক্ত কেএল রাহুল (KL Rahul) ও অন্য একদল ভক্তরা ঋষভ পন্থকে (Rishabh Pant) ক্যাপ্টেন হিসাবে চাইছেন। তবে এবার সমস্ত সমীকরণ পাল্টে দিলো ফ্রাঞ্চাইজি। সূত্রের খবর, আসন্ন আইপিএলে নাইট রাইডার্স নীতিশ রানাকে (Nitish Rana) ফিরিয়ে নিয়ে আসবে এবং তার হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রানা গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং তার কোচিং স্টাফকে মুগ্ধ করেছিলেন নীতিশ রানা। ২০২৩ সালের আইপিএলে তিনি শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলের নেতৃত্ব সামলেছিলেন। তাই ২০২৫ সালের আইপিএল নিলামে একজন বিদেশী অধিনায়কের জন্য ম্যানেজমেন্ট বিড করতে চাইবে না।

নীতিশ রানাকে ক্যাপ্টেনসি তুলে দেবে KKR

Nitish Rana,kkr
Nitish Rana | Image: Getty Images

প্রসঙ্গত, চোটের কারণে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) আইপিএল ২০২৩ থেকে বাদ পড়ার পরে রানাকে কেকেআর (KKR) দলের অধিনায়ক হিসাবে নামকরণ করা হয়েছিল। তবে, তার নেতৃত্বে কলকাতা দল টুর্নামেন্টের প্লে অফে উঠতে ব্যার্থ হয়েছিল। নীতীশ রানা ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ধারাবাহিক ভাবে ব্যাটিং করেছেন এমনকি ২০২৩ সাল পর্যন্ত তিনি প্রতিটি সিজিনে ৩০০’র বেশি রান বানিয়েছেন। যদিও গত আইপিএলে নীতিশ চোটের কারণে একাধিক ম্যাচে খেলার সুযোগ পাননি। মাত্র ২ ম্যাচ খেলে ১২৩.৫৩ স্ট্রাইক রেটে তিনি ৪২ রান বানাতে সক্ষম হয়েছিলেন। আসন্ন মৌসুমের আগে কলকাতা ৬ জন খেলোয়াড়কে রিটেন করেছে, ১৩ কোটি টাকায় রিঙ্কুকে ধরে রেখেছে তাছাড়া ১২ কোটি টাকায় বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে ধরে রেখেছে। পাশাপশি চার কোটি টাকা দিয়ে আনক্যাপ্ড দুই প্লেয়ার হার্ষিত রানা ও রমনদীপকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজি।

Read Also: বিসিসিআই-এর মুখে ঝামা ঘষলেন শিখর ধাওয়ান, ভারত ছেড়ে এবার নেপালে খেলবেন ক্রিকেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *