রাজস্থানের ক্যাপ্টেনসি থেকে বাদ পড়ছেন সঞ্জু স্যামসন, গোবিন্দার জামাই হতে চলেছেন দলের নতুন মুখ !! 1

IPL 2025: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মৌসুম। এই মৌসুমে ইতিমধ্যে প্রতিটি দল তাদের অধিনায়কের নাম নির্ধারণ করে ফেলেছে। আগামী ২২ মার্চ থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। প্রথম ম্যাচেই অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রজত পতিদারের (Rajat Patidar) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দুই দলের মধ্যে। দুই দলের হাড্ডাহাড্ডি এই লড়াইটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। মৌসুম শুরু হওয়ার আগে থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন রাজস্থান রয়্যালস দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার বিগত কয়েক মাস ধরে টিম ইন্ডিয়ার হয়ে বেশ ছন্দ দেখিয়েছেন। শুধু তাই নয়, এবারেও রাজস্থান দলের হয়ে বড় গুরুদায়িত্ব পালন করবেন তিনি।

গত চার বছর ধরে রাজস্থান দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন

Ipl 2025
Sanju Samson and MS Dhoni | Image: Getty Images

সঞ্জু রাজস্থান রয়্যালস দলের হয়ে লম্বা সময় ধরে খেলে আসছেন, ২০২২ সালে তার নেতৃত্বে রাজস্থান আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল। সেখানে মেগা ফাইনালে গুজরাতের কাছে পরাজিত হয়ে হয়েছিল রাজস্থান দলকে। এরপর সঞ্জু স্যামসনের নেতৃত্বে গত মৌসুমে রাজস্থান দল দ্বিতীয় কোয়ালিফায়ারেও পৌঁছেছিল। তবে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছিল ফ্রাঞ্চাইজিকে। আসন্ন আইপিএলের জন্য মেগা নিলামের আয়োজন করেছিল আইপিএল কতৃপক্ষ। মেগা নিলামের আগে ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছিল রাজস্থান। তার মধ্যে প্রথম নামটি ছিল সঞ্জু স্যামসনেরই। রাজস্থান ফ্রাঞ্চাইজির হয়ে, ২০২১ সালে দায়িত্ব পেয়েছিলেন সঞ্জু। তার নেতৃত্বে ৬১টি ম্যাচ খেলেছে রাজস্থান, ৩১ ম্যাচে জয় পেয়েছিল রাজস্থান এবং ২৯ ম্যাচে পরাজিত হতে হয়েছিল দলকে।

Read More: IPL 2025-এর আগে ভাগ্য খুললো মোহম্মদ সিরাজের, এই নতুন দলের হয়ে মাতাবেন মাঠ !!

গোবিন্দার জামাই হবেন রাজস্থানের নতুন ক্যাপ্টেন

Nitish Rana,kkr, ipl 2025
Nitish Rana | Image: Getty Images

সূত্রের খবর, আসন্ন মৌসুম শুরু হওয়ার আগেই দলঅধিনায়কের নাম পরিবর্তন করতে চলেছে রাজস্থান ফ্রাঞ্চাইজি। সঞ্জুর পরিবর্তে এবার নতুন অধিনায়ক বেছে নেবে রাজস্থান। রাজস্থান রয়্যালস (RR) আগামী দিনে অধিনায়ক হিসেবে বলিউড সুপারস্টার গোভিন্দার জামাইকে বেছে নেবে। আসলে, বলিউড সুপারস্টার গোভিন্দার জামাই হলেন প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় নীতিশ রানা (Nitish Rana)। নীতিশ এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অংশ হয়েছেন। গত মৌসুমে তিনি নাইট রাইডার্স দলের সহ অধিনায়ক হিসেবে খেলেছিলেন। এমনকি, আগেও কলকাতা নাইট রাইডার্স দলকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। ২০২৩ সালে তিনি ১৪ ম্যাচে KKR দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে ৬ ম্যাচে জয় পেয়েছিল দল। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দলের নতুন অধিনায়ক হিসেবে নীতিশকে দেখতে পাওয়া যেতে পারে। নীতিশের আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১০৭ আইপিএল ম্যাচে ২৮.৩৪ গড়ে ও ১৩৫.০৫ স্ট্রাইক রেটে ২৬৩৬ রান বানিয়েছেন।

Read Also: IPL 2025: উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেজে উঠছে এই শহর, উপস্থিত থাকবেন একাধিক বলিউড তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *