বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !! 1

IPL 2025: আইপিএলের প্লে অফের ছবিটা এখন স্পষ্ট হয়ে গেছে। শেষ চারে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), গুজরাট টাইটান্স (GT), পাঞ্জাব কিংস (PBKS) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। অন্যদিকে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে সমর্থকদের রীতিমতো হতাশ করেছে। একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে তারা। ফলে কর্মকর্তা আগামী বছরের জন্য এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। এবার দলের পুরোনো তারকাকে ফিরিয়ে আনতে চলেছে কেকেআর (KKR)।

Read More: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

বাদ পড়তে চলেছেন ভেঙ্কটেশ-

বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !! 2
Venkatesh Iyer | Images: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) মেগা নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল। তবে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে ফিরিয়ে নিয়ে আনেন কর্মকর্তারা। গত বছর দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ফাইনালে গুরুত্বপূর্ণ সময় দুরন্ত অপরাজিত অর্ধশতরান করেছিলেন এই তারকা। কিন্তু এই বছর আইপিএলে ভেঙ্কটেশ (Venkatesh Iyer) ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে তিনি ১১ ম্যাচে ১৪২ রান সংগ্রহ করেছেন। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন এই তারকা। ফলে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে শেষ ম্যাচে ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) দলের বাইরে রাখা হয়েছিল। এমনকি ২০২৬ আইপিএলের (IPL 2026) আগেই এই তারকাকে ছেড়ে দিতে চাইছে কর্মকর্তারা। প্লেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে তাকে অদল-বদল করা হতে পারে বলেও খবর সামনে এসেছে।

দলে ফিরতে চলেছেন নীতিশ রানা-

বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !! 3
Nitish Rana | Images: Getty Images

সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আইয়ারের বদলে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে নীতিশ রানা (Nitish Rana) আবার ফিরে আনাতে পারে। তিনি দীর্ঘদিন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে এই বছর মেগা নিলামের আগে এই তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দেয় নাইট কর্মকর্তারা। ফলে মেগা নিলামের মধ্যে দিয়ে ৪.২ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসে (RR) যোগদান করেন তিনি। চলতি আইপিএলে এই দলের হয়ে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন‌ নীতিশ রানা। এছাড়াও ১১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২১৭ রান। ফলে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যানকে আবারও দলে ফিরিয়ে আনতে প্রস্তুত নাইট বাহিনী। এখনও পর্যন্ত আইপিএলে নীতিশ রানা (Nitish Rana) ১১৮ ম্যাচে ২৮৫৩ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে কেকেআর (KKR) লিগ পর্বের শেষ ম্যাচে ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের, চেন্নাইয়ের এই ক্রিকেটার পেলেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *