IPL 2025: রাজস্থান রয়্যালস এই বছর আইপিএলে অনেক প্রত্যাশা নিয়ে লড়াই শুরু করেছিল। কিন্তু বর্তমানে ৮ ম্যাচের মধ্যে তারা ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। অন্যদিকে বর্তমানে অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোট দলের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রিয়ান পরাগ (Riyan Parag) নেতৃত্বের দায়িত্ব পেয়েও সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। আসন্ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষে সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের কারণে দলের বাইরে থাকায় এবার নতুন অধিনায়ক নিয়োগ করতে চলেছে রাজস্থান।
রাজস্থানে আসছে নতুন অধিনায়ক-

দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ব্যাট করার সময় পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন অধিনায়ক সঞ্জু (Sanju Samson)। ফলে তিনি পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে একাদশে ছিলেন না। বর্তমানে এই তারকা ব্যাটসম্যান চিকিৎসকদের পরামর্শে রয়েছেন।এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও আসন্ন ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) একাদশে থাকবেন না বলে জানা যাচ্ছে। এই বিষয়টি রাজস্থান কর্মকর্তারা বিবৃতি দিয়ে ইতিমধ্যেই জানিয়েছে। অন্যদিকে রিয়ান পরাগ(Riyan Parag) রাজস্থান রয়্যালসের নেতৃত্বের দায়িত্ব পেলেও তিনি ব্যর্থ হয়েছেন। শেষ ম্যাচে তার তত্ত্বাবধানেই লখনউয়ের বিপক্ষে ২ রানে হারের সম্মুখীন হয় দল। ফলে সূত্র অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে নীতিশ রানা (Nitish Rana) রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিতে চলেছেন।
Read More: CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !!
অভিজ্ঞ অধিনায়ক নীতিশ-

৪.২০ কোটি টাকার বিনিময়ে নীতিশ রানাকে (Nitish Rana) এই বছর আইপিএলের মেগা নিলামে দলে নেয় রাজস্থান। এর আগে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এই তারকা ব্যাটসম্যান দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকি ২০২৩ সালের আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট থাকায় তিনি নাইট বাহিনীদের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে কলকাতা ৬ ম্যাচে জয় পেয়েছিল। অন্যদিকে এই বছর আইপিএলে রাজস্থানের হয়ে ব্যাট ভরসাযোগ্য লড়াই করছেন নীতিশ (Nitish Rana)। ৮ ম্যাচে ২ টি অর্ধশতরানের সঙ্গে সংগ্ৰহ করেছেন ১৭৬ রান। ফলে তিনি রাজস্থানে হয়ে অধিনায়ক হিসেবে এলে দলকে নতুন দিশা দেখাতে পারবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।