KKR নয়, আগামী আইপিএলে এই নতুন দলের হয়ে খেলবেন নীতিশ রানা !! 1

আসন্ন আইপিএলের আগে প্রতিটা দলের রিটেনশন তালিকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবারের আইপিএলের আগে বহুপ্রতাশীত এক ট্রেড সম্পন্ন হয়েছে চেন্নাই সুপার কিংসের (CSK) রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনের (Sanju Samson) মধ্যে। ১৮ কোটি টাকায় দুই খেলোয়াড়ের মধ্যে অদলবদল হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। আইপিএলের রিটেনশন তালিকা আজ সন্ধ্যায় প্রকাশ্যে আসার কথা রয়েছে। তাঁর আগেই বেশ কয়েকটি ট্রেড ইতিমধ্যেই ঘটে গিয়েছে। এবার আসন্ন আইপিএলের আগে অন্য দলে নাম লেখাতে চলেছেন তারকা খেলোয়াড় নীতিশ রানা (Nitish Rana)।

কেকেআরে (KKR) নয় বরং এবারের আইপিএলে নতুন জার্সিতে দেখতে পাওয়া যাবে নীতিশ রানাকে (Nitish Rana)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন নীতিশ রানা। পরে, তিনি নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন সময় কাটিয়েছেন এবং গত মৌসুমে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। রাজস্থানের মিডিল অর্ডারের দায়িত্ব সামলেছিলেন নীতিশ। একসময়ে কেকেআরে তাকে নেতৃত্ব সামলাতেও দেখতে পাওয়া গিয়েছিল। ২০২৩ মৌসুমে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অনুপস্থিত থাকার ফলে দলে নেতৃত্ব দিয়েছিলেন রানা। ২০২৫ মৌসুমে রাজস্থানের হয়েও মঞ্চ মাতিয়েছিলেন রানা। তবে, রানার ঘরোয়া ক্রিকেটে ও দিল্লি প্রিমিয়ার লিগে অসাধারণ ব্যাটিংয়ের জেরেই তাকে এবার কিনতে মোরিয়া হয়ে উঠেছিল এক ফ্রাঞ্চাইজি।

Read More: কেএল রাহুলকে ধরে রাখতে মরিয়া DC, তারকার পিছনে খরচ করছে টাকার পাহাড় !!

নতুন দলে নাম লেখালেন নীতিশ রানা

Ipl 2025 নীতিশ রানা
Nitish Rana | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালস (DC) রাজস্থান রয়্যালস (RR) থেকে স্থানীয় তারকা নীতিশ রানাকে তার আগের আইপিএল ফি ৪.২০ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে তাদের ব্যাটিং লাইন-আপ আরও শক্তিশালী হয়ে উঠেছে।  দিল্লির ঘরের ছেলে নীতিশ দিল্লির হয়ে মঞ্চ মাতাবেন। গত মৌসুমে দিল্লির মিডিল অর্ডারে বেশ কিছু অস্থায়ী ভাব দেখতে পাওয়া গিয়েছিল। যে কারণেই এই পরিবর্তন আবশ্যক। আসন্ন মৌসুমে নীতিশকে লিডারশিপ গ্রুপের অংশ হতেও দেখতে পাওয়া যাবে। নীতিশ আইপিএলের মঞ্চে তিনটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। ১১৮টি আইপিএল ম্যাচে, ২৭.৭ গড়ে ও ১৩৬.৭৭ স্ট্রাইক রেটে ২৮৫৩ রান বানিয়েছেন।

Read Also: গুরুতর চোটে বিপাকে ভারত, শুভমান গিলকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *