মাঠের মধ্যে মেজাজ হারালেন নীতিশ রানা, বিপক্ষ দলের ক্যাপ্টেনকে দিলেন গালি !! 1

Nitish Rana: সৈয়দ মুশতাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে। বরোদা, মধ্যপ্রদেশ, মুম্বাই এবং দিল্লি মোট চারটি দল সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে। আজকের কোয়ার্টার ফাইনালে আয়ুশ বাদনীর (Ayush Badoni) দিল্লির মুখোমুখি হয়েছিল ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) উত্তর প্রদেশ দল। মারকাটারি ম্যাচে মেজাজ হারান প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana)। দিল্লির ক্যাপ্টেন বাদনীর সঙ্গে তুমুল ঝগড়া বাঁধে নীতিশের যা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল।

বুধবার দিল্লি এবং উত্তর প্রদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালীন, নীতীশ রানা এবং দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনির মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এই বিবাদ ক্রমশ বাড়তে থাকে। আম্পায়াররা হস্তক্ষেপ করাতে বিষয়টি থামানো সম্ভব হয়েছে। আসলে নীতিশকে বল তুলে দেন উত্তর প্রদেশের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তিনি তার স্পেলের প্রথম দিকে প্রিয়ান্স আর্যকে (Priyansh Arya) আউট করেন। এরপর দিল্লির ইনিংসের ১৩ তম ওভারে নীতিশ ও বাদনীর মধ্যে এই মুহূর্তটি তৈরি হয়েছে। ওই  ওভারের তৃতীয় বলে দিল্লির অধিনায়ক আয়ুশ বাদোনি নীতীশ রানার বলে দ্রুত একটি সিঙ্গেল রান নেন। রান শেষ করার পর ইউপি অলরাউন্ডার তার দিকে ছুটে গিয়ে কয়েকটি কথা বলেন। তারপর আয়ুশ বাদনীও চুপ থাকেন না। এরপর দুজনের মধ্যে কথাকাটাকাটি বেঁধে যায়।

Read More: হার্দিক-সূর্য বাদ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই দল ঘোষণা করলো টিম ইন্ডিয়া !!

রানার সাথে বাকবিতণ্ডায়য় জড়িয়ে পড়েন বদনী

Nitish Rana and Ayush Badoni
Nitish Rana and Ayush Badoni | Image: Twitter

আসলে, নীতিশ রানার (Nitish Rana) পুরানো দল হল দিল্লী, গত বছর দিল্লি ত্যাগ করে উত্তরপ্রদেশ দলের হয়ে খেলা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আসলে গত মৌসুমে দিল্লি তাদের নতুন অধিনায়ক হিসেবে যশ ধুলকে (Yash Dhull) রঞ্জি দলের দায়িত্ব দিয়েছিল। যার পর তিনি দিল্লি ছেড়েই দিয়েছিলেন শুধু তাই নয় মাঠে আগেও সতীর্থদের সঙ্গে ঝামেলা হয়েছে নীতিশের।

শোনা যেত দিল্লির ড্রেসিংরুমে নীতিশের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না একাধিক ক্রিকেটারের। তার নমুনা পাওয়া গিয়েছিল ২০২৩ আইপিএলে। উল্লেখ্য, এর আগেও নীতীশ রানা মুম্বাই ইন্ডিয়ান্সের হৃতিক শওকিনের সঙ্গে তার ঝগড়া হয়। শওকিন দিল্লিরই একজন খেলোয়াড়। নীতিশের এই ব্যাবহার সমাজ মাধ্যমে অনেক প্রশ্ন তুলেছে।

দেখেনিন ভিডিও

Read Also: Nitish Rana: KKR এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ রানা, সোশ্যাল মিডিয়ায় দলকে আনফলো করে লিখলেন এই কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *