ভারতে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন রাজ্য ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলির মধ্যে দিল্লি প্রিমিয়ার লিগ (Delhi Premier League 2025) ক্রিকেট ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে চলমান এই টুর্নামেন্টে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার নিজেদের প্রতিভার প্রদর্শন করে আলোচনায় উঠে আসছেন। ক্রিকেটের উত্তেজনায় ভরপুর ম্যাচগুলি নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার দিল্লি প্রিমিয়ার লিগে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন নীতিশ রানা (Nitish Rana) এবং দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা।
Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!
সম্মুখসমরে নীতিশ-দিগ্বেশ-

গতকাল দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ দিল্লি সুপারস্টারজ (South Delhi Superstarz) ও ওয়েস্ট দিল্লি লায়ন্স (West Delhi Lions)। ম্যাচে প্রথম ইনিংসে সাউথ দিল্লি ২০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ওয়েস্ট দিল্লির টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। তবে চতুর্থ স্থানে ব্যাট করতে নেমে হাল ধরেন নীতিশ রানা (Nitish Rana)। একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। দ্বিতীয় ইনিংসে অষ্টম তম ওভারে দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) বোলিং করতে এসেছিলেন।
এই ওভারে নীতিশ একটি ৪ এবং পরপর ৩ টি ছক্কা হাঁকান। দিগ্বেশের দ্বিতীয় ওভারেও এই তারকা ব্যাটসম্যান ১ টি চার এবং ২ টি ছয় মেরে চাপ সৃষ্টি করেন। এই রকম সময় মাঠের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন তারকা বাউন্ডারি হাঁকিয়ে দিগ্বেশকে কটাক্ষ করে তার ‘নোটবুক’ সেলিব্রেশনের নকল করেন। এরপরই তরুণ স্পিনার নীতিশ রানার (Nitish Rana) উদ্দেশ্য কিছু বলন। তারকা ব্যাটসম্যানকেও তেড়ে আসতে দেখা যায় সঙ্গে সঙ্গে। প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষে আম্পায়ার এবং সতীর্থদের হস্তক্ষেপে ঝামেলার অবসান ঘটে। উল্লেখ্য নীতিশ ম্যাচে ৫৫ বলে ১৩৪ রানে অপরাজিত থাকেন।
দেখুন সেই ভিডিওটি-
আইপিএলেও ছিলেন বিতর্কে-

এই বছর আইপিএলে (IPL 2025) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে আত্মপ্রকাশ করেছিলেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। দলের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট সংগ্রহ করে এই ডানহাতি লেগ স্পিনার দুরন্ত ফর্মে ছিলেন। তবে তার একাধিক বিতর্কিত কর্মকাণ্ড সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিল। নিয়ম বিরুদ্ধ নোটবুক উদযাপন করে শাস্তির মুখে পড়েন এই তরুণ বোলার। তার একাধিকবার ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিল।
সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন দিগ্বেশ। এর ফলে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ পর্যন্ত করা হয়। অন্যদিকে দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) গতকাল ওয়েস্ট দিল্লি লায়ন্স নীতিশ রানার (Nitish Rana) নেতৃত্বে ৭ উইকেটে জয় তুলে নিয়ে কোয়ালিফার ২-তে পৌঁছে গেছে। আজ তারা ইস্ট দিল্লি রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।