ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) চতুর্থ টেস্টে আরও একটি টানটান উত্তেজনাপূর্ণ লড়াই দেখার জন্য ক্রিকেট ভক্তরা প্রস্তুত হচ্ছেন। ম্যাঞ্চেস্টারে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাতে চাইছে ব্লু ব্রিগেডরা। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) সকলেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু এর মধ্যেই ভারতীয় দলের একাধিক চোট সমস্যা চিন্তার মধ্যে রেখেছে। আর্শদীপ সিং (Arshdeep Singh) চোটের কারণে চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অনশুল কাম্বোজ (Anshul Kamboj) দলে এসেছেন। এর মধ্যেই এবার নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) চোটের খবর সামনে এলো।
Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!
চোটের কবলে নীতিশ কুমার-

২৩ শে জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মাঠে নামতে দিয়ে চলেছে। এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় দল। লর্ডসে শেষ পর্যন্ত লড়াই করেও ব্লু ব্রিগেডরা জয় তুলে নিতে পারিনি। দলের একাধিক সমস্যা ইতিমধ্যেই শুভমান গিলের (Shubman Gill) চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই এবার দলের অন্যতম তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) চোটের কবলে পড়লেন।
রবিবার জিমে অনুশীলনের সময় এই তারকা ক্রিকেটার চোট পান। স্ক্যানে লিগামেন্টের ক্ষতির বিষয়টি ইতিমধ্যেই সামনে এসেছে। ফলে তিনি ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবেন না বলে খবর সামনে আসছে। এর সঙ্গে আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) পর আকাশ দীপও (Akash Deep) চোটের কবলে পড়েছেন। যা নিয়ে বর্তমানে ভারতীয় শিবিরে চাপ সৃষ্টি হয়েছে। জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) চতুর্থ টেস্টে একাদশে রাখতে চাইছেন কর্মকর্তারা। কিন্তু এই তারকা পেসারের ওপর কাজের চাপ যাতে বৃদ্ধি না পায় সেদিকেও খেয়াল রাখছেন তারা।
দলের ভরসা নীতিশ কুমার-

ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় (IND vs ENG) দল প্রথম টেস্ট ম্যাচে হেডিংলেতে মাটি নেমেছিল। এই ম্যাচে নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) একাদশে জায়গা পাননি। তার বদলে পেস অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) খেলতে দেখা গিয়েছিল। এরপর এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে একাদশে জায়গা পেয়েছিলেন নীতিশ কুমার (Nitish Kumar Reddy)। কিন্তু তিনি ব্যাট এবং বল দুই বিভাগেই এই ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ হন। প্রথম ইনিংসে ১ রানে এবং দ্বিতীয় ইনিংসে ১ রানে আউট হন এই তারকা।
বল হাতে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি নীতিশ কুমার। অন্যদিকে লর্ডসে বল হাতে প্রথম ইনিংসে জ্বলে উঠেছিলেন এই তারকা অলরাউন্ডার। তিনি ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেটের (Ben Duckett) উইকেট তুলে নিয়ে বিপক্ষদের ধাক্কা দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ১ টি উইকেট সংগ্রহ করেন এই তারকা। তবে ব্যাট হাতে বড়ো ইনিংস গড়তে না পেরে হতাশ করেছেন। লর্ডসে প্রথম ইনিংসে ৩০ রান সংগ্রহ করলেও দ্বিতীয় ইনিংসে নীতিশ কুমার রেড্ডি গুরুত্বপূর্ণ সময় মাত্র ১৩ রান করে ব্যর্থ হন। উল্লেখ্য চতুর্থ টেস্টে এই তারক অলরাউন্ডারের বদলে শার্দুল ঠাকুরকে একাদশে দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।