IPL 2025: আইপিএলে রাজ্যভিত্তিক ফ্রাঞ্চাইজিগুলির কারণে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে বিভাজন দেখা যায়। অনেকেই আবার তারকা ক্রিকেটারদের অনুসরণ করে ফ্রাঞ্চাইজিগুলিকে সমর্থন করে থাকেন। অন্যদিকে পরিবারের সদস্যদের মাঠে উপস্থিত থেকে ক্রিকেটারদের সমর্থন করতে দেখা। ফলে দেশ জুড়ে ক্রিকেটকে ঘিরে এক ভিন্ন রকমের উন্মাদনা লক্ষ্য করা যায়। চলতি আইপিএলেও একইরকম ছবি ধরা পড়েছে। তবে এর মধ্যেই নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বাবাকে নিজের ছেলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bangaluru) সমর্থন করতে দেখা গেলো।
Read More: অভিষেক শর্মাকে লাথি মারলেন শুভমান, বিতর্কিত ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় !!
ছেলেকে সমর্থন নয় নীতিশের বাবার-

মেগা নিলামের আগে নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) ৬ কোটি টাকার বিনিময়ে দলে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। তবে অরেঞ্জ আর্মিদের হয়ে চলতি আইপিএলে সেইভাবে জ্বলে উঠতে পারেননি এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১০ ম্যাচে সংগ্রহ করছেন ১৭৩ রান। এইরকম পরিস্থিতির মধ্যে এবার নীতিশ কুমার রেড্ডির বাবাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জার্সিতে দেখতে পাওয়া গেল। সেই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এই হায়দ্রাবাদের তারকার বাবা মুতয়ালা রেড্ডি (Mutyala Reddy) আরসিবির জার্সি গায়ে জিম করছেন। হায়দ্রাবাদের অবস্থা খারাপ দেখেই দল বদলেছেন তিনি, বলেও কটাক্ষ করছেন নেটিজেনরা। তবে এই বিষয়ে মুতয়ালা রেড্ডির কোনো মন্তব্য সামনে আসেনি।
প্লে অফের দৌড়ে কোণঠাসা হায়দ্রাবাদ-

শেষ ম্যাচে হায়দ্রাবাদ গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে শুভমান গিলের (Shubman Gill) বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২২৫ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট। এই রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্যাট হাতে জ্বলে ওঠেন। এই তরুণ ব্যাটসম্যানের হাত ধরে লড়াই চালায় গত বছরের ফাইনালিস্টরা। তবে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ৩৮ রানে হারের সম্মুখীন হয়েছে। এর সঙ্গেই ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছানোর রাস্তা কঠিন করে ফেলেছে প্যাট কামিন্সের দল। শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে টিকে থাকতে গেলে বর্তমানে তাদের প্রতিটি ম্যাচেই জয় তুলে নিতে হবে। পরবর্তী ম্যাচে হায়দ্রাবাদ (SRH) ৫ মে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মাঠে নামবে।