শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় নতুন টেস্ট দল বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল ব্লু ব্রিগেডরা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়ে প্রভাব ফেলেছে তারা। এবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামতে চলেছে ঋষভ পান্থরা (Rishabh Pant)। এই সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে। তার আগেই দল প্রকাশ করেছিল বিসিসিআই (BCCI)। তবে প্রথম ম্যাচের আগেই সেই দলে এবার পরিবর্তন ঘটেছে।
Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!
মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা-

এই বছর প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা। তারা ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার (AUS vs SA) বিপক্ষে মাঠে নেমেছিল। গুরুত্বপূর্ণ ফাইনালে শক্তিশালী অজি বাহীনিদের ৫ উইকেটে হারিয়ে আইসিসি (ICC) ট্রফি জয় করে প্রোটিয়ারা। ফলে ভারতের বিপক্ষে তাদের আসন্ন টেস্ট সিরিজ জমজমাট হয়ে উঠতে চলেছে। এর আগে ব্লু ব্রিগেডরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে রীতিমতো জ্বলে ওঠে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এক ইনিংস এবং ১৪০ রানে জয় পায় ভারত। এই ম্যাচে কেএল রাহুল (KL Rahul), ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে বিপক্ষদের কোণঠাসা করে দেয় শুভমান গিলরা (Shubman Gill)। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে রীতিমতো চমক দিয়েছিলেন। সিরিজের সেরা নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা।
বাদ পড়লেন নীতিশ কুমার রেড্ডি-

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। বুধবার ইডেন গার্ডেন্সে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ক্রিকেটারদের নিয়ে চূড়ান্ত কৌশল তৈরি করেন। এই দিন দলের সঙ্গে নিতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) অনুশীলনে উপস্থিত ছিলেন। তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেও দেখা যায়। কিন্তু সন্ধ্যায় এই অলরাউন্ডারকে প্রথম টেস্টের আগে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর সামনে আসে।
সূত্র অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে একাদশে তিনি থাকবেন না। এই কারণে কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ওডিআই সিরিজে খেলার জন্য ছেড়ে দিয়েছেন। ফলে বর্তমানে ১৫ জনের বদলে ১৪ জন ক্রিকেটারকে নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। উল্লেখ্য নীতিশ কুমার রেড্ডি এখনও পর্যন্ত ৯ টি টেস্ট ম্যাচে ৩৮৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৮ টি উইকেট তুলে নিয়েছেন।
ভারতের পরিবর্তিত টেস্ট দল-
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ