৬,৬,৬,৬,৬,৬... বিশাখাপত্তনমে ঝড় তুললেন নিকোলাস পুরান, খেললেন ৭৫ রানের বিধ্বংসী ইনিংস !! 1

IPL 2025: জমে উঠেছে দিল্লি ক্যাপিটালস বনাম লখনৌ সুপার জায়ান্টসের (DC vs LSG) রুদ্ধশ্বাস ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান বানাতে সক্ষম হয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আজকের ম্যাচে লখনৌ দলের দুই বিদেশি ব্যাটসম্যানদের ব্যাট থেকে আগ্রাসী ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে। দলের হয়ে ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন এইডেন মার্করাম (Aiden Markram) এবং মিচেল মার্স (Mitchell Marsh)। পাওয়ার প্লের ভিতরেই ৬৪ রান বানিয়ে ফেলে লখনৌ দল। শুরুতেই অবশ্য মার্করামকে হারাতে হয়েছিল দলকে।

অজি ব্যাটসম্যান মিচেল মার্স মাত্র ৩৬ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭২ রানের একটি বিধ্বংস ইনিংস খেলেন। তবে, আজকের ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেছেন নিকোলাস পুরানও (Nicholas Pooran)। বিগত তিন মৌসুম ধরেই লখনৌ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছেন পুরান আজকেও ভক্তদের নিরাশ করেননি এই ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার হাউস। ব্যাট হাতে তিনি ৩০ বলে ছয়টি চার ও সাতটি ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন তিনি।

Read More: IPL 2025: “ভাইজাগে মিচেল মার্শের একটি মাস্টারক্লাস” মার্শের বিস্ফোরক ব্যাটিংয়ে উচ্ছাস ভক্তদের !!

পুরান ঝড়ে বিধ্বস্ত দিল্লি

Ipl 2025
Rishabh Pant and Nicholas Pooran | Image: Getty Images

প্রথম উইকেট হারানোর পরেই ব্যাটিং করতে এসেছিলেন পুরান শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল তাকে। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল তরুণ তুর্কি বিপ্রজ নিগমকে পুরানের বিরুদ্ধে ব্যাবহার করেন। সপ্তম ওভারেই বিপ্রজের বলে তিনটি ওভার বাউন্ডারি হাঁকান পুরান। এরপর দিল্লির অলরাউন্ডার ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ওভারে পরস্পর ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছেন পুরান। মাত্র ২৩ বলে অর্ধ শতরান পূর্ন করেন পুরান। বিধ্বংসী ব্যাটিং করে বিপক্ষ দলকে একেবারেই ধরাশায়ী করে দিয়েছিলেন পুরান। শেষমেষ মিচেল স্টার্কের গতির সামনে থামতে হয়েছিল তাকে।

READ ALSO: IPL 2025 DC vs LSG match Highlights: আশুতোষ শর্মার হার না মানা ব্যাটিংয়ে পিছিয়ে থেকে জয় তুলে নিল দিল্লি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *