২০২৬ সালের আইপিএল (IPL) নিলাম ঘিরে জমে উঠেছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই, ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইন্ডিজ পাওয়ার হিটার নিকোলাস পুরানকে (Nicholas Pooran) নিয়ে। আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছেন! সূত্রের খবর অনুযায়ী, লখনৌ সুপার জায়ান্টস (LSG) ছেড়ে আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটারকে।আইপিএল ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্তই নিকোলাস পুরান ছিলেন এই দলের সদস্য এবং লখনৌ দলের অন্যতম ভরসা। মধ্যক্রমে তাঁর আগ্রাসী ব্যাটিং একাধিক ম্যাচে দলকে জিতিয়েছিল।
LSG ছাড়ছেন নিকোলাস পুরান

কিন্তু দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ মরসুমের আগে LSG ফ্র্যাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নিয়েছে। গত মৌসুমে বিদেশি খেলোয়াড়রা বেশ ছন্দ দেখিয়েছিল LSG শিবিরে। তবে, টিম ম্যানেজমেন্ট বড় পরিবর্তনের পথে হাঁটতে চায়। কৌশলগত কারণে তারা আসন্ন আইপিএলের আগে বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দিতে চলেছেন। তাঁর মধ্যে একজন হলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। অন্যদিকে, কেকেআর ইতিমধ্যেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে অভিজ্ঞ ও মারমুখী একজন বিদেশি খেলোয়াড়ের খোঁজে রয়েছে। এই প্রেক্ষিতেই পুরানের নাম উঠে এসেছে নাইট শিবিরের আলোচনায়। বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, কেকেআর পুরানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে।
Read More: গৌতম গম্ভীরের মধ্যে গ্ৰেগ চ্যাপেলের ‘আত্মা’, এক ভুলেই ভেঙে চুরমার ভারতীয় ODI দল !!
KKR দলের অংশ হবেন পুরান

এই প্রথম নয় আগেও নিকোলাস পুরানকে দলে টানতে চেয়েছিলেন KKR’এর ম্যানেজমেন্ট। তবে, এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কেকেআরের মেন্টর হলেন উইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক ডুয়েন ব্রাভো। আর ব্রাভোর দৌলতেই KKR শিবিরে এন্ট্রি নিচ্ছেন পুরান। কেকেআরের দৃষ্টিতে পুরান শুধু একজন পাওয়ার হিটার নন, বরং ফিনিশার হিসেবেও দলে বিশাল পার্থক্য গড়ে দিতে পারেন। গত মৌসুমে মিডিল অর্ডার সমস্যায় ভুগেছিল KKR, পুরানের মতন খেলোয়াড় যদি মিডিল অর্ডারের দায়িত্ব সামলান তাহলে সেটি দলের কাছে লক্ষী লাভ। পুরান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে TKR দলের হয়ে খেলে থাকেন যেটি KKR’এর একটি ফ্রাঞ্চাইজি। যে কারণেই পুরানের KKR দলের হয়ে খেলার সম্ভবনা প্রবল। এক সূত্র এটাও দাবি জানিয়েছে যে, পুরান নিজে থেকেই নাকি KKR দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নিকোলাস পুরান বা কলকাতা নাইট রাইডার্স ব্রিগেড থেকে এমন ধরনের কোনো বার্তা মেলেনি।