IND vs NZ: বাদ মিচেল-চ‍্যাপম্যান, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একাদশ !! 1

IND vs NZ: সমাপ্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ১১টি ম্যাচ। আগামীকাল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ গ্রুপের শেষ ম্যাচটি খেলতে চলেছে। এই ম্যাচটি দুই দলের পয়েন্ট তালিকায় অবস্থানের কথা বর্ণনা করবে। আসলে আগামীকাল যে দল জিতবে সেই দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। আপাতত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে প্রস্তুত নিউজিল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে শেষ কয়েকটি ম্যাচে নিউজিল্যান্ড জ্বলে উঠেছিল। নিউজিল্যান্ড ভারতকে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের সিরিজে হোয়াইট ওয়াশ করেছে। দুই দলের মধ্যেই একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

বাদ পড়বেন মিচেল

Ind vs nz
Daryl Mitchell | Image: Getty Images

চলতি টুর্নামেন্টে বেশ ভালো ছন্দ দেখিয়েছেন উইল ইয়ং (Will Young)। প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়েছিলেন ইয়ং এবং ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। তিনি ভারতের ত্রাস হয়ে উঠবেন। তার সাথে ওপেনার হিসাবে ডেভন কনওয়েকে (Devon Conway) দেখতে পাওয়া যাবে। কনওয়েকে দুই ম্যাচে খুব একটা ছন্দে না লাগলেও ভারতের বিরুদ্ধে তিনি সবসময়ই বেশ ভালো খেলেন। তিনে প্রাক্তন ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে দেখতে দেখতে পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে রান পাননি উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে তাকে গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের ভূমিকাটি নিতে হবে।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বড় সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ক্যাপ্টেনসি থেকে দিলেন ইস্তফা !!

ভারতের ট্রাস হয়ে উঠতে পারেন রাচিন

IND vs NZ: বাদ মিচেল-চ‍্যাপম্যান, প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একাদশ !! 2
Rachin Ravindra | Image: Getty Images

চারে নামবেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে ১০৫ বলে ১১২ রান বানান তিনি। তিনি একটি দুর্দান্ত ছন্দ নিয়ে মাঠে নামবেন। গত ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন দাঁড়িল মিচেল (Daryl Mitchell), ভারত ও নিউজিল্যান্ডের যখন শেষবার ওডিআই ম্যাচ হয়েছিল তখন মিচেলের ব্যাট থেকে অসাধারণ একটি শতরান দেখতে পাওয়া গিয়েছিল। তবে আগামীকাল ভারতের বিরুদ্ধে (IND vs NZ) তাকে দলে দেখতে পাওয়া যাবে না বলেই সূত্রের খবর। পাঁচে ব্যাটিং করবেন টম ল্যাথাম (Tom Latham)। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন তিনি এবং তিনি ইতিমধ্যেই প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফেলেছেন।

ভারতের মতন একই সংমিশ্রণ রয়েছে নিউজিল্যান্ডের। অলরাউন্ডার গ্লেন ফিলিপস (Glenn Phillips), মাইকেল ব্রেসওয়েল এবং ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের (Mitchell Santner) ব্যাটিংয়ের পাশাপশি ৩০ ওভার স্পিন বোলিং ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ঠেলে দেবে। একদিকে ভারতের কাছে ৩০ ওভারের স্পিন রয়েছে তো নিউজিল্যান্ডের কাছেও ৩০ ওভারের বেশি স্পিন রয়েছে। ভারতের বিরুদ্ধে তিন পেসার। নিয়েই মাঠে নামবে কিউই দল। ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্ক’দের ভারতের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে।

ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একাদশ (IND vs NZ)

উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রুর্ক।

Read Also: CT 2025 IND vs NZ Preview: টেস্ট সিরিজের বদলার খোঁজে টিম ইন্ডিয়া, গ্রুপ শীর্ষে টিকে থাকার লক্ষ্য মাঠে নামছে নিউজিল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *