আবার একবার স্বপ্ন ভঙ্গ দক্ষিণ আফ্রিকার, আইসিসির খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড !! 1

T20 World Cup 2024: আজ নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য বিশাল বড় দিন, সকালে দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতলো নিউজিল্যান্ড পুরুষ দল এবং রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বারের জন্য আইসিসির মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করলো কিউই নারীরা। দুবাইয়ে আজ মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো সোফিয়া ডিভাইনের নিউজিল্যান্ড।

মাস তিনেক আগে দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে পরাস্ত করে পুরুষদের আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে টিম ইন্ডিয়া। আবারও একবার পুরো টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে ক্রিকেট খেলে ফাইনালে গিয়ে হারতে হলো প্রোটিয়া দলকে। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টসে হেরে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড দল নির্ধারিত ২০ ওভারে করেছিল ৫ উইকেটে ১৫৮ রান। জবাবে ব্যাটিং করতে এসে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ১২৬ রান বানিয়ে তাদের বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান সমাপ্ত করলো।

Read More: “বুড়ো দল নিয়ে আর কতদিন…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থতার পর সমাজ মাধ্যমে ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !!

প্রথম বিশ্বকাপ জয় করলো নিউজিল্যান্ড

T20 world cup
New Zealand Women Team | Image: Getty Images

২০০৯ ও ২০১০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) পরস্পর দুইবার ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। তবে, দুইবারেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছিল কিউই নারীদের। ১৪ বছর পর ফাইনালে উঠে প্রোটিয়াদের নাকের ডগা থেকে ছিনিয়ে নিলো বিশ্বকাপ। আজ নিউজিল্যান্ডের বিশ্ব জয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রেখেছিলেন স্টার অলরাউন্ডার অ্যামেলিয়া কার।

প্রথমে ব্যাট হাতে ৩৮ বলে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন কার। ৪৩ রান বানিয়েছিলেন তিনি, শুধু ব্যাট হাতে নয় বলে হাতে লেগ স্পিনের জাদুতে ৩ উইকেট তুলে নেন অ্যামেলিয়া। ৪ ওভারে ২৪ রান দিয়ে অ্যামেলিয়ার এই গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য তাকেই ম্যাচের সেরার পুরস্কারটি দেওয়া হয়েছে। টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে ১৩৫ রান করে ও বল হাতে ১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

মেগা ফাইনালে রান তাড়া করতে এসে দক্ষিণ আফ্রিকা বেশ ভালো শুরু করেছিল। তাজমিন ব্রিটসকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬.৪ ওভারেই ৫১ রান তুলে ফেলেছিলেন প্রোটিয়া দলের অধিনায়ক লরা ভলভার্ট। তবে, ব্রিটস আউট হওয়ার পরেই ৭৭ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। শেষমেষ ১৯তম ওভারে ১২৬ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

Read Also: IPL 2025: হার্দিকের পর গুজরাত টাইটান্স ছাড়ছেন রশিদ খান’ও, বিপুল অর্থে যোগ দেবেন এই চ্যাম্পিয়ন দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *