জিম্বাবুয়ে (Zimbabwe) সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমে রয়েছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। ব্ল্যাক ক্যাপস ও শেভ্রনদের পাশাপাশি অংশ নিচ্ছে গত কুড়ি-বিশের বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লড়াই। প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। এখনও বাকি রয়েছে পাঁচটি টি-২০ ম্যাচ। তারপর জিম্বাবুয়ের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচও খেলবে কিউই শিবির। লাল বলের সিরিজের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে তাদের দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। এই মুহূর্তে কিউই ক্রিকেটের উপর আইপিএলের প্রভাব ঠিক কতখানি তার প্রমাণ মিলবে টেস্ট স্কোয়াডের দিকে তাকালেই। রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা পাঁচ তারকা। এমনকি গুজরাত টাইটান্সের এক ক্রিকেটারকেও দেখা যাবে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলতে।
Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো BCCI, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন এই তারকা !!
IPL তারকাদের সমারোহ কিউই শিবিরে-

৩০ জুলাই থেকে বুলাওয়েও’তে রয়েছে প্রথম টেস্ট ম্যাচটি (Zimbabwe vs New Zealand)। ৭ অগস্ট থেকে দ্বিতীয় টেস্টটিও হবে একই ভেন্যুতে। ১৫ সদস্যের নিউজিল্যান্ড দলে আইপিএল তারকাদের ছড়াছড়ি। রয়েছেন ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ডেভন কনওয়েরা (Devon Conway)। কাকতালীয় ভাবে এই পাঁচজনই কখনও না কখনও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন। এই সিএসকে কানেকশন অবাক করেছে ক্রিকেটজনতাকে। এছাড়া রয়েছেন গুজরাত টাইটান্সের গ্লেন ফিলিপস (Glenn Phillips)। ২০২৫-এর মেগা অকশনেই তাঁকে দলে নিয়েছিলেন শুভমান গিল’রা। কিন্তু এখনও একটি ম্যাচেও প্রথম একাদশে খেলার সুযোগ পান নি তিনি। মরসুমের একদম শুরুতেই পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করার সময় চোট পেয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। তাঁর বদলে দাসুন শানাকাকে সই করিয়েছিলো গুজরাত।
কেন উইলিয়ামসন’কে দেখা যাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে (Zimbabwe vs New Zealand)। তবে থাকছেন উইলিয়াম ও’রোর্ক। এই বছর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনিও। এছাড়া উইল ইয়ং, জেকব ডাফি, আজাজ প্যাটেল, ম্যাথু ফিশার, নাথান স্মিথ, টম ব্লান্ডেলরাও রয়েছেন কিউই স্কোয়াডে। অধিনায়ক হিসেবে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। টিম সাউদীর অবসরের পর তাঁর কাঁধে নেতৃত্বভার সঁপে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট নিয়ামক সংস্থা। এখনও পর্যন্ত ১৫টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম (Tom Latham)। শতাংশের হিসেবে তাঁর সাফল্যের হার ৫৩.৩৩। ৮টিতে জিতেছেন। হার ৭টিতে। ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে ভারতের মাটিতে ভারতকে ৩-০ ফলে হারিয়ে সিরিজ জেতা। ১৯৮৮-৮৯ মরসুমের পর প্রথমবার ভারতের মাঠে কোনো টেস্ট জিতে ইতিহাস তৈরি করে কিউইরা।
এক নজরে সম্পূর্ণ দল-
টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, রয়েছেন ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, উইলিয়াম ও’রোর্ক, উইল ইয়ং, জেকব ডাফি, আজাজ প্যাটেল, নাথান স্মিথ, ম্যাথু ফিশার।
Zimbabwe vs New Zealand সিরিজের সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু |
প্রথম টেস্ট ম্যাচ | ৩০ জুলাই-৩ অগস্ট | বুলাওয়েও |
দ্বিতীয় টেস্ট ম্যাচ | ৭ অগস্ট-১১ অগস্ট | বুলাওয়েও |