ভারতের ক্রিকেট সমর্থকদের ফাইনালের টিকিট বিক্রি করে দেওয়ার অনুরোধ করলেন এই নিউজিল্যান্ডের ক্রিকেটার ! 1

ওল্ডট্রাফোর্ডে এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ছিটকে গেছিলো ভারত।এরপর সম্প্রতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে ফাইনালের টিকিট বিক্রি করে দেওয়ার অনুরোধ জানিয়ে খবরের শিরোনামে উঠে এলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশ‍্যাম।

১৪ ই জুলাই, লর্ডসে এবারের বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত, এমন আশায় ইতিমধ্যে অনেক ” মেন ইন ব্লু ” সমর্থকেরাই টিকিট কেটে রেখেছিলেন ফাইনালের, তাই তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন এই কিউয়ি অলরাউন্ডার।

ভারতের ক্রিকেট সমর্থকদের ফাইনালের টিকিট বিক্রি করে দেওয়ার অনুরোধ করলেন এই নিউজিল্যান্ডের ক্রিকেটার ! 2

সম্প্রতি টুইট করে এমন অনুরোধ করেছিলেন নিশ‍্যাম। বিরাটদের সমর্থকদের কাছে তার অনুরোধ ছিলো যারা ফাইনাল দেখতে ইচ্ছুক নন , তারা তাদের টিকিট গুলো বৈধ পথে ফের যেনো প্রকৃত ক্রিকেট প্রেমীদের হাতে তুলে দেন।এক্ষেত্রে তার কথায় স্পষ্ট ছাপ রয়েছে টিকিটের কালো বাজারের।

” প্রিয় ভারতীয় ক্রিকেট ভক্তরা,যদি আপনারা ফাইনাল দেখতে ইচ্ছুক না হন তাহলে দয়াকরে টিকিট গুলো ফের বৈধ প্ল‍্যাটফর্মে পুনরায় বিক্রি করুন। আমি জানি এমন কাজ করাটা আপনাদের অনেক মুনাফার থেকে লোকসান করবে। কিন্তু দয়া করে প্রকৃত ক্রিকেট প্রেমীর হাতে তুলে দিন।” সম্প্রতি এমনটাই টুইট করেছিলেন তিনি।

প্রসঙ্গত, আগামী রোববার এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড – ইংল্যান্ড।প্রসঙ্গত, ১৯৯৬ এর পর ফের আরেকবার নতুন বিশ্বকাপ চ‍্যাম্পিয়ান কে পেতে চলেছে ক্রিকেট বিশ্ব।প্রসঙ্গত, সেই বার কাপ জিতেছিলো রনতুঙ্গার শ্রীলঙ্কা।

অন‍্যদিকে এবারের বিশ্বকাপে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন নিশ‍্যাম।নয় ম‍্যাচে তার নেওয়া উইকেট সংখ্যা ১২ ।এছাড়াও ব‍্যাট হাতে সাত ম‍্যাচে ২১৩ রান করেছিলেন তিনি।৩৫.৫০ গড়ে।এবারের বিশ্বকাপে কিউয়ি দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।কেন উইলিয়ামসন (৫৪৮ ),রস টেলর(৩৩৫) এর পরেই রয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *