রোহিত-কোহলি’দের ‘ত্রাস’ কে ছাড়াই নিউজিল্যান্ড প্রকাশ করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তার পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির অবহে এবার প্রকাশ্যে এসেছে নিউজিল্যান্ড দলের স্কোয়াড। দিন কয়েক আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক মাস আগেই স্কোয়াড প্রকাশ করলো নিউজিল্যান্ড দল। ১৯ ফেবরুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু নিউজিল্যান্ডের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কিউই অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পাশাপাশি ভারত সফরে বিরাট কোহলির (Virat Kohli) মতন ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা নবাগত তরুণ পেসার উইল ও রুরকিকে দলে দেখতে পাওয়া যাবে। এমনকি তরুণ বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে দলে।

দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

রোহিত-কোহলি’দের ‘ত্রাস’ কে ছাড়াই নিউজিল্যান্ড প্রকাশ করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল !! 2
New Zealand Team | Image: Getty Images

ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেনও দল থেকে বাদ পড়েছেন। কিউই দলের ব্যাটসম্যানদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে ডেভন কনওয়ে, টম লাথাম, ডারিল মিচেল, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ংদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটির বেশিরভাগ ম্যাচে উপলব্ধ থাকতে পারবেন না উইলিয়ামসন ও কনওয়ে। কিউই দলে লক্ষ করা যাচ্ছে অলরাউন্ডারদের তারতম্য। ক্যাপ্টেন স্যান্টনার ছাড়াও মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রের মতো তারকারা পেয়েছেন সুযোগ।

Read More: ‘ওভাররেটেড’ শুভমানের দৌড় শেষ, এবার ঋতুরাজকে সুযোগ দিয়ে দেখতে চায় বিসিসিআই !!

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই রোহিত কোহলির ‘ত্রাস’

Trent Boult and Tim Southee, champions trophy 2025
Trent Boult and Tim Southee | Image: Getty Images

যদিও বেশিরভাগ খেলোয়াড়রা তাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছে। মিচেল স্যান্টনার, টম লাথাম (Tom Latham) এবং কেন উইলিয়ামসন (Kane Williamson) গতবারের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিলেন। কিউই দলের পেস আক্রমণে দুই বড় নামকে দেখতে পাওয়া যাবে না। ঘোষিত হওয়া দলে জায়গা হয়নি তারকা পেসার ট্রেন্ট বোল্টের (Trent Boult)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ২০২২ সালে দেশের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাছাড়া সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে টিম সাউদি (Tim Southee) অবসর নিয়েছেন। যে কারণে বোলিংয়ে নতুন মুখ দেখতে পাওয়া যাবে, দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন ম্যাট হেনরি, সঙ্গে থাকছেন লকি ফারগুসন। দলের রিজার্ভ ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে জ্যাকব ডাফির নাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের দল-

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফারগুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, উইল ও রুরকি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং।

Read Also: Champions Trophy 2025: করুনার পাত্র হয়ে উঠলেন পৃথ্বী শ, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *