গত মে মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় ক্রিকেটে নতুন কিছু নিয়ম চালু করার সুপারিশ করা হয়েছিল।ওই সভায় গ্রহণ করা সুপারিশগুলির মধ্যে রয়েছে ব্যাটের মাপের ক্ষেত্রে বিধিনিষেধ।
রান আউটের নিয়মের কিছু পরিবর্তন। এছাড়া মাঠে কোনও খেলোয়াড়ের অভদ্র আচরণ বা কোনও অপ্রীতিকর ঘটনার জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারকে মাঠের বাইরে চলে যেতে বলতে পারেন আম্পায়ার। এমন সব বেশকিছু নতুন নিয়মের কথা বলা হয়েছিল সেদিনের বার্ষিক সাধারণ সভায়।
নতুন সুপারিশ অনুযায়ী ব্যাটের কিনারা ৪০ মিলিমিটারের মধ্যে থাকতে হবে এবং তার গভীরতা থাকতে হবে ৬৭ মিলিমিটারের মধ্যে। আর রান আউটের ক্ষেত্রে এখন যেমন, বল যখন উইকেটে লাগে তখন যদি ব্যাটসম্যানের ব্যাট স্টাম্প-এরিয়ার মধ্যে থাকলেও যদি সেটা মাটি না ছুঁয়ে থাকে, তাহলে তাঁকে আউট দেওয়া হয়। নতুন সুপারিশে তেমনটা হবে না। সম্প্রতি ভারত–পাকিস্তান ম্যাচে রোহিত শর্মার সঙ্গে যেটা ঘটলো। তিনি স্ট্যাম্প এরিয়া ঢুকে যাওয়ার পরেও ব্যাটের কিনারা হওয়ায় ভেসে থাকায় আম্পায়ার তাঁকে আউট দেন। এবারের নিয়মে ব্যাটসম্যান যদি আগে ক্রিজে ব্যাট রাখেন এবং বল উইকেটে হিট করানোর সময়, স্টাম্প এরিয়ায় ঢুকে পড়েছেন কিন্তু ব্যাট হাওয়ায় রয়েছে, তাহলে তিনি রান আউট কিংবা স্টাম্প আউট হবেন না।
এই প্রসঙ্গে ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে বলেন,
‘ওই সভায় নতুন সুপারিশগুলিতে বেশিরভাগ দেশই মেনে নিয়েছে। আমাদের মনে হয়েছে, এই নিয়মগুলি চালু হলে ক্রিকেট খেলাটির মধ্যে আরও ভারসাম্য ফিরে আসবে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে এই নিয়মগুলি চালু হয়ে যাবে।’
ব্যাটের আয়তন সম্পর্কে কুম্বলে বলেন,
‘অনেক ব্যাটসম্যানেরই ব্যাটের কিনারা ৩৮-৪২ মিলিমিটারের মধ্যে থাকে। তবে, কয়েকজনের সেটা রয়েছে ৫০ মিলিমিটারের কাছাকাছি।নতুন নিয়মে সেটা করা যাবে না।’
অন্যদিকে নতুন নিয়মে মাঠে যদি কোনও ক্রিকেটার নিয়ম ভঙ্গ করেন, যেমন অন্য ক্রিকেটার বা আম্পায়রকে শারীরিকভাবে আঘাত করা, মারামারিতে জড়িয়ে পড়া, অভব্য আচরণ ইত্যাদি কিছু করলে আম্পায়র সেই খেলোয়াড়টিকে ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বার করে দিতে পারবেন।