new-format-for-t20-world-cup-2024

T20 World Cup 2024: সদ্যই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ফাইনালে আয়োজক দেশ ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য ট্রফি হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দেড মাসব্যপী ক্রিকেট উৎসব মন ভরিয়েছে দেশ-বিদেশের ক্রীড়াপ্রেমী জনতার। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শেষে পরবর্তী আইসিসি প্রতিযোগিতার জন্য শুরু হয়েছে অপেক্ষা। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার ক্যালেন্ডার অনুযায়ী আগামী বহুদলীয় আইসিসি টুর্নামেন্টটি আয়োজিত হওয়ার কথা আগামী বছরের মাঝামাঝি সময়ে। পঞ্চাশ ওভার নয়, বরং কুড়ি ওভারের ফর্ম্যাটে আয়োজিত হতে চলেছে তা। ২০২২-এর পর আবার ২০২৪ সালে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। গতবার অস্ট্রেলিয়াতে বসেছিলো আসর। আগামী বছর যৌথ আয়োজক হিসেবে কুড়ি-বিশের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ওডিআই বিশ্বকাপে অংশ নিয়েছিলো মাত্র দশ দেশ। তা নিয়ে ক্ষোভ’ও জানিয়েছিলেন অনেকে। ফুটবল বিশ্বকাপে এতদিন অংশ নিত ৩২ দেশ। আগামীবার থেকে তা বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ামক সংস্থা ফিফা, সেখানে ক্রিকেট আটকে মাত্র দশ দেশে। বাইশ গজের দ্বৈরথকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হলে দলের সংখ্যা বাড়াতে হবে বলেই মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আইসিসি’র অন্দরেও চলেছে তা নিয়ে আলোচনা। ফলত আগামী বছরের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের টি-২০ বিশ্বকাপে মূলপর্বে অংশ নিয়েছিলো ১২ টি দল। তা একধাক্কায় বাড়িয়ে করা হয়েছে ২০। কুড়ি দলীয় এই প্রতিযোগিতার ফর্ম্যাটেও এসেছে আমূল বদল। ক্রিকেটপ্রেমীরা সাদরে স্বাগত জানিয়েছেন এই সকল রদবদল’কে।

Read More: IND vs SA: ঘোষণা করা হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড, সুযোগ পেলেন না রাহানে-পূজারারা !!

টি-২০ বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা-

Uganda Cricket Team | T20 World Cup 2024 | Image: Getty Images
Uganda have qualified for T20 World Cup 2024 | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) আগামী বছর থাকতে চলেছে কুড়িটি দল। আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গত টি-২০ বিশ্বকাপে প্রথম আটে থাকার দরুণ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা পেয়েছে টুর্নামেন্টে খেলার ছাড়পত্র। ২০২২ টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) শেষে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী উপরিউক্ত আট দলের পরবর্তী সেরা দুই দল হিসেবে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। সরাসরি টি-২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে মোট বারো দল ।

এরপর অঞ্চলভিত্তিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে বাকি আট দল কুড়ি-বিশের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ইউরোপীয় স্লট দখল করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এশীয় স্লটে যোগ্যতা অর্জন করেছে নেপাল ওমানকানাডা বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে চলেছে নর্থ আমেরিকার স্লটে। এশিয়া-প্যাসিফিক-ওশিয়ানিয়া স্লটে টি-২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউ গিনি। আফ্রিকার স্লট দুটি দখল করেছে উগান্ডা এবং নামিবিয়া। রোয়ান্ডারকে পরাজিত করে প্রথমবারের জন্য আইসিসি আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে জায়গা করে নিলো উগান্ডা। তারা পিছনে ফেললো জিম্বাবুয়েকে। এর আগে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলো জিম্বাবুয়ে। এবার টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলো শেভ্রন’রা।

নবরূপে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ-

T20 World Cup | Image: Getty Images
T20 World Cup | Image: Getty Images

সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী বছরের ৪ থেকে ৩০ জুনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 2024)। বদলে যাচ্ছে প্রতিযোগিতার ফর্ম্যাট’ও। দুটি পর্বে আয়োজিত হবে টুর্নামেন্ট। প্রথমে থাকবে একটি নক-আউট পর্ব ও পরে থাকছে একটি সুপার এইট পর্ব। ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। নক-আউট পর্বে প্রতি গ্রুপের দলগুলি খেলবে একে অপরের বিরুদ্ধে। ধুন্ধুমার লড়াই শেষে সবক’টি গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে সুপার এইটের আসরে। সেই আট দলকে আব আবার ভাগ করা হবে চার দলের দুটি গ্রুপে। তারাও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নামতে চলেছে সম্মুখসমরে।

সুপার এইট পর্বের দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। প্রথম গ্রুপের সেরা দল শেষ চারের যুদ্ধে মুখোমুখি হবে দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের। অন্যদিকে দ্বিতীয় গ্রুপের শীর্ষে থাকা দল মুখোমুখি হবে প্রথম গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের। দুই সেমিফাইনালের জয়ী দুই শিবির খেতাবী লড়াইতে মুখোমুখি হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যুতে আয়োজিত হবে কুড়ি-বিশের বিশ্বকাপ (T20 World Cup 2024)। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছে তিনটি ভেন্যু। ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে ইতিমধ্যে ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও টেক্সাস’কে বেছে নেওয়া হয়েছে আয়োজক হিসেবে।

Also Read: T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপের ফর্ম্যাটে ব্যাপক রদবদল, এই তাবড় দল থাকছে টুর্নামেন্টের বাইরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *