বিসিসিআই (BCCI) আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি লিগ এটি। এই বছর লড়াইয়ে নামার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে সবচেয়ে বেশি নজর কাড়ে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা কোটি কোটি টাকা খরচ করে একাধিক বিদেশি তারকা ক্রিকেটারদের দলে তুলে নেয়।
তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে কলকাতাকে বিপাকে পড়ে।বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে ক্রিকেট ভক্তরা। বিসিসিআই (BCCI) এই তারকা পেসারকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য নজিরবিহীন নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক-

এই বছর আইপিএলে শক্তিশালী বোলিং বিভাগ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা মিনি নিলামে মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তারকা পেসারকে তুলে নিয়েছে। এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য ঝাঁপান কর্মকর্তারা। ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে এই ক্রিকেটারকে তুলে নেয় শাহরুখ খানের (Sharuk Khan) দল। এটাই এখনও পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম।
কিন্তু এরপরেই কেকেআর এক শ্রেণীর সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে। তারা দাবি করেন যে বাংলাদেশি কোনো ক্রিকেটারকে ভারতের জনপ্রিয় এই লিগে নেওয়া যাবে না। আসলে সাম্প্রতিক সময় প্রতিবেশি এই দেশের মাটি থেকে ভারত বিরোধী অসংখ্য মন্তব্য সামনে উঠে এসেছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের মনোভাব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিষয়টিও বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে পড়েছে। ফলে দেশের জনগণের আবেগকে সম্মান জানিয়ে বিসিসিআই মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
নেটিজেনরা তুলছেন প্রশ্ন-

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন ঘটেছিল। তারপর থেকেই ভারত বিদ্বেষী মন্তব্য করছেন বর্তমানে প্রশাসনিক পদে ক্ষমতায় থাকা প্রধানরা। তখন থেকেই এই দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর সামনে উঠে এসেছিল। এই আবহের মধ্যেই গত বছর দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) টুর্নামেন্টের মাঝে বদলি হিসেবে যোগদান করেছিলেন এবং ৩ টি ম্যাচে অংশগ্রহণ করেন। তখন ভারতীয় সমর্থকদের থেকে এতো বেশি বয়কটের ডাক উঠে আসেনি এবং বিসিসিআইও কোনোরকম পদক্ষেপ নেয়নি।
অন্যদিকে আইপিএল দলের একাধিক সহযোগি দলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) সম্প্রতি এমআই আমিরাতের (MI Emirates) হয়ে অংশগ্রহণ করেছিলেন সাকিব আল হাসান (Sakib Al Hasan)। শারজাহ ওয়ারিয়র্সের (Sharjah Warriors) মতো দলে ছিলেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)। তখনও কেউ প্রশ্ন তোলেনি। ফলে নেটিজেনদের অনেকেই উল্লেখ করেছেন যে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শাহরুখ খানের নাম যুক্ত আছে এবং তিনি একজন মুসলিম বলেই বিসিসিআই এইরকম সিদ্ধান্ত নিয়েছে।