দুবাইতে চলছে অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup)। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও নেপালের অনুর্দ্ধ-১৯ দল (BAN vs NEP)। উপমহাদেশের দুই শক্তির মধ্যে দেখা গেলো ক্রিকেটীয় যুদ্ধ। টসে জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম। প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন তিনি। এভারেস্টের দেশ ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারে নি টাইগারদের যুব ব্রিগেডের বিপক্ষে। ২টি করে উইকেট পান আল ফাহাদ, মহম্মদ রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন (MD Iqbal Hossain Emmon) । ১৪১ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ফলাফল দেখে লড়াই একপেশে মনে হলেও বাস্তবে তেমনটা হয় নি। ম্যাচের উত্তাপ বাড়ালো যুবরাজ খত্রী’র আগ্রাসী সেলিব্রেশন।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান, ICC’র কাছে নিল মোটা অঙ্কের টাকা !!
বিশ্ব ক্রিকেটে অন্যতম নবীন শক্তি নেপাল (Nepal)। ২০২৩ সালে প্রথমবার এশিয়া কাপ খেলেছে তারা। ২০২৪ সালে প্রথমবার পা রেখেছে আইসিসি টি-২০ বিশ্বকাপের মূলপর্বে। তাদের ধূমকেতুসম উত্থানের পিছনে অনেক খানি হাত রয়েছে স্পিনার সন্দীপ লমিছানের। বিশ্বমঞ্চে নেপাল ক্রিকেটকে পরিচিত দিয়েছিলেন তিনিই। খেলেছিলেন আইপিএল, বিবিএল বা সিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লীগ। অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপে (U-19 Asia Cup) লমিছানের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করলেন যুবরাজ খত্রী (Yuvraj Khatri)। বছর সতেরোর তরুণ লেগস্পিনার আজ বল হাতে ছড়ি ঘোরান বাংলাদেশের বিরুদ্ধে। নেপাল ৫ উইকেটের ব্যবধানে হারলেও নজর কেড়েছেন যুবরাজ। ৬ ওভারে ৩.৮০ ইকোনমিতে কেবল ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
দুবাইতে মাঠে আজ যুবরাজের (Yuvraj Khatri) শিকার জাওয়াদ আবরার, মহম্মদ শিহাব জেমস, মহম্মদ ফরিদ হাসান ফয়সল ও মহম্মদ রিয়াজ হোসেন। প্রতিপক্ষকে টার্ন, ফ্লাইটে নাকানিচোবানি খাওয়ানোর পাশাপাশি সেলিব্রেশনেও নজর কাড়লেন তিনি। ফরিদ’কে বোল্ড করার পর পা থেকে জুতো খুলে কানে ঠেকালেন তিনি। করলেন ‘ফোন কল’-এর ভঙ্গি। উদ্যাপনে যুবরাজ মনে করালেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি’কে (Tabraiz Shamsi)। এরপর রিয়াজকে লেগ বিফোর করে সম্ভবত আরেক দক্ষিণ আফ্রিকান ইমরান তাহিরের (Imran Tahir) মত মাঠময় ছুটে বেড়াতে চেয়েছিলেন। কিন্তু তখনই ঘটে বিপত্তি। খানিক দূর যাওয়ার পরেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। চোট পেয়ে শেষে সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়তে হয় তাঁকে। সেলিব্রেশন করতে গিয়ে এর আগে এভাবেই আহত হয়েছিলেন পাকিস্তানের হাসান আলি।
দেখুন ঘটনার ভিডিও-
The wicket-taking celebration!😂 pic.twitter.com/8K73VvyuPi
— Out Of Context Cricket (@GemsOfCricket) December 2, 2024