IND-PAK

অক্টোবরে শেষ বারের মতন ভারতীয় দল ও পাকিস্তান দল সামনাসামনি হয়েছিল, ওই ম্যাচের আগে ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয় শাহ প্রকাশ করেন ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। মূলত ২০২৩ সালের এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানে, পাকিস্তান সফরে ভারতীয় দল যাবে না বলে ঘোষণা করেন জয় শাহ, পুরুষদের ওডিআই এশিয়া কাপ ২০২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং ভারত-পাকিস্তান একটি কোয়ালিফাইং দলের গ্রুপে থাকবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ছয়বারের চ্যাম্পিয়নরা ২০২৩ সালে এশিয়া কাপ নিজেদের দখলে আনতে পারবে কিনা সেটা সবথেকে বড় বিষয়, কিন্তু জয় শাহের মন্তব্য অনুযায়ী এশিয়া কাপের আসর বসতে চলেছে অন্য দেশে, অন্য জায়গায় আসর না বসালে ভারতীয় দল পাকিস্তানে প্লেয়ার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি ভারতীয় প্লেয়াররা পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

১.পাকিস্তানের মাটিতে বিরাট-রোহিতের খেলা দেখতে পাবে না পাক ভক্তরা

Rohit Virat
Pak fans won’t see Virat-Rohit playing in Pakistan soil

ভারতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিগত এক দশক ধরে এই দুই ক্রিকেটার নিজেদের সেরা খেলাটা দেখে আসছেন। ভারতীয় দলের হয়ে বর্তমান ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে প্রথম ৫ শীর্ষ রান সংগ্রহকারিক দের মধ্যে দুজন। ভারতীয় দলের এই দুই ব্যাটসম্যান শুধু ভারতে নয় বিশ্ব জুড়ে রয়েছে তাদের অনেক ফ্যান, তবে পাকিস্তানের মাটিতে অনেকেই হিটম্যান ও কিং কোহলির ফ্যান, ২০০৮ সালে রোহিত শর্মা এশিয়া কাপ খেলতে পাকিস্তান ভ্রমণে গেলেও বিরাট সিনিয়র দলের সঙ্গে পাকিস্তান ভ্রমণে যাননি, পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন হওয়ার পর পাকিস্তানি দর্শকেরা তাদের পছন্দের দুই আইকনকে দেখতে বেশ উৎসাহী ছিলেন তবে ভারতীয় দল পাকিস্তান যেতে না চাওয়ায় তাদের স্বপ্ন গিয়েছে ভেঙে। এর ফলে পাকিস্তানের মাটিতে বিরাট-রোহিতের খেলা দেখতে পাবে না পাক ভক্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *