বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীরাজ চোপড়া, এই অলিম্পিক জয়ী খেলোয়াড়ের সঙ্গে ঘুরবেন সাত পাক !! 1

সদ্য সমাপ্ত হয়েছে প্যারিস অলিম্পিক্সে। আবার একবার হতাশজনক প্রদর্শন দেখালো ভারতের অ্যাথলেটরা। গতবারের তুলনায় একটি কম পদক নিয়েই শান্ত থাকতে হলো ভারতীয় দলকে। এবারের অলিম্পিক্সে কেবলমাত্র ছয়টি মেডেল সংগ্রহ করতে সক্ষম হয়েছে ভারত। যার মধ্যে ছিল ৫ টি ব্রঞ্চ এবং একটি ছিল সিলভার মেডেল। ভারতের হয়ে একমাত্র সিলভার মেডেল জিতেছেন ২০২০ অলিম্পিক্সের গোল্ডেন বয় নীরাজ চোপড়া (Neeraj Chopra)। ভারতীয়রা নীরাজের থেকেই একমাত্র গোল্ড মেডেল আশা করেছিল, কিন্তু সেটি সক্ষম হলো না।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীরাজ

Neeraj Chopra
Neeraj Chopra | Image: Getty Images

ফাইনালের মঞ্চে তাকে হার মানতে হলো পাকিস্তানের আর্সাদ নাদিমের কাছে। ৯০ মিটারের বেশি দুইবার থ্রো করেন এই পাকিস্তানি। তারই সাথে অলিম্পিক ইতিহাসের রেকর্ড তিনি ভেঙে ফেলেন ও পাকিস্তানের হয়ে অ্যাথলেটিকসের প্রথম সোনা জিতলেন এই কিংবদন্তি খেলোয়াড়। তবে নিরাজ চোপড়ার কথা বলতে গেলে ভারতের এই তরুণ তুর্কি অংশগ্রহণ করা প্রতিটি টুর্নামেন্টে সোনা কিংবা রুপা জিতেছেন। অলিম্পিক্সে তার পারফরম্যান্সে হতাশ হয়েছেন একাধিক ভক্তরা।

Read More: ক্যারিয়ার শেষ হলো MS ধোনির চেলার, শেষ সুযোগ পাওয়ার জন্য করছে ছটফট !!

তবে সিলভার মেডেল জয়ের পর হঠাৎ করেই নীরাজের (Neeraj Chopra) বিয়ের সংবাদ প্রকাশ্যে আসলো। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ২০২০ সালের ভারতের গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতা মনু ভাকুরের সাথে।

ভাইরাল হলো নীরাজ-মনুর গল্প

Monu Bhakar
Monu Bhakar | Image: Getty Images

সম্প্রতি অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের একে অপরের সঙ্গে আলাপের ব্যবস্থা করা হয়। সেখানেই নীরাজ ও মনুকে লম্বা সময় ধরে একে অপরের সঙ্গে কথা বলতে শোনা যায়। ভাইরাল হয়েছে দুই চ্যাম্পিয়নের কথোপকথনের ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিওতে মনুর বলা কথা গুলো মনোযোগ সহকারে শুনতে দেখা যায় নীরাজকে। এরপর মনুকে পাল্টা জবাবও দেন নীরাজ। যদিও তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা সম্ভব হয়নি। কিন্তু দুজনকে এভাবে কথা বলতে দেখে নেটিজেনরা দুজনের সম্পর্কের কথা ভাবতে শুরু করে দিয়েছেন।

মনুর সাথে কথোপকথন শেষ করে নীরাজ মনুর মায়ের সঙ্গে কথা বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে মনুর মা নীরাজকে আদর করছিলেন এবং তাকে আশীর্বাদ ও করেন।

Read Also: গুরুতর চোটে অনিশ্চিত অধিনায়ক, IPL মেগা অকশনের আগে বাড়ছে উদ্বেগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *