বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভরাডুবি রোহিত'দের, ডাচ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো নেপাল !! 1

বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ জিততে ব্যার্থ হলো নেপাল। ৬ উইকেটে জয় সুনিশ্চিত করলো নেদারল্যান্ডস। আজ আমেরিকায় আমেরিকার ডালাসে চলতি মরসুমের সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধীনয়ায়ক স্কট এডওয়ার্ড। প্রথমে ব্যাটিং করতে এসে স্পঞ্জি বাউন্সি পিচের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ব্যর্থ হতে দেখা গিয়েছে নেপালি ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে চার বল বাঁকি থাকতেই মাত্র ১০৬ রানে শেষ হয় নেপালের ব্যাটিং।

Read More: T20 World Cup 2024, IND vs IRE, Match-08: বাদ চাহাল, সঞ্জু, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশে অভিনবত্বের ছোঁয়া !!

প্রথম জয় ছিনিয়ে নিলো নেদারল্যান্ড

Ned vs nep, t20 world cup 2024
NED vs NEP | Image: Getty Images

নেপালের হয়ে ৫টি চারের সহযোগে ৩৭ বলে সর্বাধিক ৩৫ রানের ইনিংস খেলেন নেপাল দলের ক্যাপ্টেন রোহিত পাউডেল (Rohit Paudel)। এছাড়া ১২ বলে ২টি ছক্কার বিনিময়ে ১৭ রান বানান করণ কেসি (Karan KC)। যদিও বাঁকি ব্যাটসম্যানরা আশানুরূপ পারফরমেন্স দেখাতে ব্যার্থ হয়েছিলেন। নেদারল্যান্ডসের হয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ডাচ স্পিনার টিম প্রিঙ্গল (Tim Pringle)। তাছাড়া ৩টি উইকেট তুলে নেন লোগান ভ্যান বিক (Logan Vam Beek) ও দুটি করে উইকেট নেন পল ভ্যান মিকেরেন (Paul Van Meekeren) ও বাস ডি’লিড (Bas de Leede)।

রান তাড়া করতে এসে, নেদারল্যান্ডসের হয়ে অনবদ্য একটি অর্ধ-শতরান হাঁকান ওপেনার ব্যাটসম্যান ম্যাক্স ও’দাউদ (Max ODowd)। তার ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৪টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৫৪ রানের একটি ঝকঝকে ইনিংস। যদিও, আজ ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাটিং করতে আসতে দেখা গিয়েছিল বিক্রমজিৎ সিংকে। দলের হয়ে ২৮ বলে ২২ রান বানান তিনি তাছাড়া সাইব্র্যান্ড এঙ্গেলব্রেথ (১৪), বাস ডি’লিড (১১) রানের ইনিংসে ৮ বল বাঁকি থাকতেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেদারল্যান্ডের হয়ে জয় সুনিশ্চিত করেন। এই জয়ের পর ডি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসলো নেদারল্যান্ড, গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

Read Also: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের পরেই ছাড়ছেন কোচিং, স্পষ্ট জানালেন দ্রাবিড়, মুখ খুললেন টিম কম্বিনেশন নিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *