বাংলাদেশ ক্রিকেটে অবসান হলো এক যুগের। অবশেষে বাংলাদেশ ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন (Nazmul Hasan Papon)। এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে প্রথম বারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে মনোনীত হয়েছিলেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল তাঁর কার্যকালের মেয়াদ।
ইস্তফা দিলেন পাপন
বাংলাদেশের কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে যেমন বাধ্য হয়েছে শেখ হাসিনা, ঠিক তেমনই দেশ ছেড়ে লন্ডনে দিন কাটাচ্ছেন নাজমুল হাসান পাপন। চলতি সময়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে প্রথম ম্যাচ আর এরই মাঝে পদ থেকে ইস্তফা দিলেন পাপন। আজকেই বিসিবির জরুরি বৈঠক হওয়ার কথা ছিল, আর বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই আসে পাপনের পদত্যাগের খবর। ইমেলের মাধ্যমে পদ থেকে ইস্তফা দেন পাপন (Nazmul Hasan Papon)।
Read More: বিসিসিআই অধ্যায়ে দাঁড়ি টানছেন জয় শাহ, সামলাতে চলেছেন নতুন দায়িত্ব !!
অশান্ত বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বাংলাদেশে জারি রয়েছে অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব তুলে দিলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। পাপনের আত্মগোপনের পর পরিচালন সমিতির বাঁকি সদস্যরাই বাংলাদেশ ক্রিকেটের কাজকর্ম চালাচ্ছিলেন। বোর্ডের নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ফারুক আহমেদের হাতে। তার বয়স ৫৮, বাংলাদেশের হয়ে গুটিকয়েক ম্যাচ খেলেছেন তিনি।
ফারুক আহমেদের ক্যারিয়ার
১৯৮৮ সালে অভিষেক করেন তিনি এবং দেশের জার্সিতে ৭টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি এবং বানিয়েছেন ১০৫ রান। পাশাপশি, ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। ১৯৯৯ সালেই তিনি তার শেষ ম্যাচটি খেলেন নিয়েছিলেন এই প্রথমবারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাবেন বাংলাদেশ দলের কোন প্রাক্তন খেলোয়াড়।