সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট দলগুলির মধ্যে একাধিক পরিবর্তন স্বাভাবিকভাবেই এসে যায়। তবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ফর্মে থাকা অবস্থায় তাদের নিয়ে বিসিসিআইয়ের (BCCI) একাধিক সিদ্ধান্ত ভক্তদের রীতিমতো অবাক করেছে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে একদিনের দলকে নতুন করে সাজাচ্ছেন। এই কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরে এই ফরম্যাটে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে নিয়ে আসা হয়েছে। এবার এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভুল বলে তীব্র সমালোচনা করলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)।
Read More: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!
ওডিআই অধিনায়ক গিল-

২৬ বছর বয়সী শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যেই ব্যাট হাতে জাতীয় দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়াও আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে অধিনায়ক হিসেবেও নিজেকে মেলে ধরেন তিনি। টুর্নামেন্টে তার চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভক্তদের মধ্যে প্রশংসিত হয়। এরপরই রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট টিকেট থেকে অবসর ঘোষণা করলে তাকে লাল বলের নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে বিসিসিআই (BCCI)।
এরপর ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে গিলকে নিয়ে আসা হয়েছে।এত কম বয়সে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এই তারকা কতটা সামলাতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এইরকম সিদ্ধান্ত দলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর সঙ্গেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি মতো তারকা ক্রিকেটারকে কার্যত কোণঠাসা করে দেওয়া হচ্ছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন যা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
নভজ্যোত সিং সিধুর স্পষ্ট বার্তা-

গিলকে নিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অজিত আগরকরের (Ajit Agarkar) পরিকল্পনা এই তারকা ক্রিকেটারের ওপর বোঝা হিসাবে দাঁড়িয়েছে বলে ইতিমধ্যেই অনেক ক্রিকেট সমর্থক উল্লেখ করেছেন। এই তরুণ ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে নেতৃত্বে দায়িত্বে আসতে চাননি বলেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। এই আবহে এবার নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) স্পষ্ট বার্তা সামনে উঠে এল। তিনি রোহিত শর্মাকে আবারও অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার জন্য জোরাল দাবি করেছেন।
ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার এক সাক্ষাৎকারে বলেন, “ভারত যদি ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) জিততে চায় তাহলে বিসিসিআইকে (BCCI) খুব তাড়াতাড়ি গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে সরিয়ে দিতে হবে। গিলের ওপর তারা চাপ সৃষ্টি করছেন। অবিলম্বে রোহিত শর্মাকে (Rohit Sharma) আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে হবে।” উল্লেখ্য গিল এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫৫ টি ওডিআই ম্যাচে ২৭৭৫ রান সংগ্রহ করেছেন।