naveen-ul-haq-undergoes-surgery
Afghanistan Cricket Team | Image: Getty Images

আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নবীন উল হক (Naveen-ul-Haq)। দেশের হয়ে ১৫টি একদিনের ম্যাচে তিনি নিয়েছেন ২২ টি উইকেট। খেলেছেন ওয়ান ডে বিশ্বকাপের আসরেও। কুড়ি-বিশের ফর্ম্যাটে মাত্র ১৮.৭৩ বোলিং গড়ে ৬৭ উইকেট রয়েছে তাঁর সংগ্রহে। খেলেছেন ৪৮টি ম্যাচ। ২০২৪ সালে সকলকে চমকে দিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো আফগানিস্তান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দল’কে হারিয়েছিলো তারা। এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিলো নবীনের (Naveen-ul-Haq)। ফজলহক ফারুখি’র সাথে তাঁর পেস জুটি ঝড় তুলেছিলো ওয়েস্ট ইন্ডিজের বাইশ গজে। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দল ব্যস্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে। ওয়ান ডে থেকে ইতিমধ্যে অবসর নেওয়ায় স্কোয়াডে নেই নবীন।  তিনি এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। জোড়া অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রামে রয়েছেন আফগান তারকা।

Read More: CT 2025 IND vs NZ: রোহিতের খেলা নিয়ে রয়েছে সংশয়, কিউইদের বিরুদ্ধে শামি’কে ছাড়াই নামছে টিম ইন্ডিয়া !!

জোড়া অস্ত্রোপচার নবীন-উল-হকের-

Naveen-ul-Haq | আফগানিস্তান | Image: Getty Images
Naveen-ul-Haq | Image: Getty Images

আফগানিস্তান ক্রিকেট নিয়ামক (ACB) সংস্থার তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজ জানানো হয়েছে যে ইংল্যান্ডের লন্ডনে গত ২৪ ফেব্রুয়ারি এক সাথে দু’টি অস্ত্রোপচার করিয়েছেন নবীন-উল-হক (Naveen-ul-Haq)। দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি, করা হয়েছে প্রার্থনা। ডান কাঁধে চোট ছিলো তাঁর। সুস্থ হয়ে উঠতে অর্থোস্কোপিক অ্যাক্রোমিওপ্লাস্টি করিয়েছেন তিনি। এছাড়া কাফ ডিব্রিডমেন্ট সার্জারিও হয়েছে তাঁর। আফগান ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে যে আপাতত বিশ্রামেই থাকবেন নবীন (Naveen-ul-Haq)। তিন থেকে চার সপ্তাহ পর চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন পেস তারকাকে। তার পর জানা যাবে কতদিন লাগবে তাঁর মাঠে ফিরতে। গত ডিসেম্বরে দেশের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টি-২০ খেলেছেন নবীন। খেলেছেন SA20’ও। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড টি-২০ সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে পারেন তিনি।

দেখুন ACB-র বার্তা’টি-

কোহলির সাথে ঝামেলায় জড়ান নবীন-

Naveen Ul Haq and Virat Kohli | Image: Getty Images
Naveen Ul Haq and Virat Kohli | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন আফগানিস্তানের নবীন-উল-হক (Naveen-ul-Haq)। বিরাট কোহলির সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন একপ্রস্থ বাগ্‌বিতণ্ডা চলে দু’জনের। তা চলেছিলো ম্যাচ শেষের পরেও। তৎকালীন লক্ষ্ণৌ মেন্টর গৌতম গম্ভীরও জড়িয়ে পড়েছিলেন ঘটনায়। এরপর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে লক্ষ্য করে কটাক্ষের তীর ছুঁড়েছিলেন কোহলি ও নবীন (Naveen-ul-Haq)। গোটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিলো আইপিএলের পরিস্থিতি। মাসখানেক পরে ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন ঝামেলা মিটিয়ে নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন নবীন ও কোহলি। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ শেষে একে অপরকে আলিঙ্গনও করেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার।

সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগানিস্তান-

Afghanistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Afghanistan Cricket Team | Image: Getty Images

গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল অবধি পৌঁছে গিয়েছিলো আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) অনবদ্য পারফর্ম্যান্স তাদের। গ্রুপ-বি’র লড়াইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হলেও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন রশিদ খান, মহম্মদ নবি’রা। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইব্রাহিম জাদ্রানের অনবদ্য শতক ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের পাঁচ উইকেটের সৌজন্যে জস বাটলারদের (Jos Buttler) বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতলে শেষ চারের টিকিট নিশ্চিত হত আফগানদের। কিন্তু বৃষ্টিতে ভেস্তে ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই সুযোগ পান নি তাঁরা। এখন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে নির্ধারিত হবে তাদের ভাগ্য। করাচীতে যদি ২০৭ রানের ব্যবধানে অথবা ১১.১ ওভারের মধ্যে হারে প্রোটিয়া শিবির, তাহলে শিকে ছিঁড়বে আফগানিস্তানের ভাগ্যে।

Also Read: CT 2025 SA vs ENG Match Preview: সেমিফাইনাল ‘পাখির চোখ’ প্রোটিয়াদের, করাচিতে সান্ত্বনা পুরষ্কারের সন্ধানে ইংল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *