এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের লড়াই এখন ক্রিকেটপ্রেমীদের কাছে প্রধান আকর্ষণ। রবিবার ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে ছিল বিশেষ উন্মাদনা। সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল এই চির প্রতিদ্বন্দ্বীকে রীতিমতো উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে এগিয়ে গেছে। ম্যাচের প্রথম থেকেই ছিল ব্লু ব্রিগেডদের দাপট। তবে সুপার চারে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে হতে পারে ভারতকে। এছাড়াও যেকোনো সময় অঘটন ঘটাতে পারে আফগানিস্তান। এইরকম পরিস্থিতির মধ্যে চলতি টুর্নামেন্ট থেকে এবার চোটের কারণে দেখে ছিটকে গেলেন তারকা পেসার।
Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!
ছিটকে গেলেন তারকা পেসার-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল ট্রফি জয় করার অন্যতম দাবিদার বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও শ্রীলঙ্কা ফাইনালে পৌঁছাতে পারে বলে উল্লেখ করছেন অনেকেই। তবে আফগানিস্তানও যেকোনো সময় চমক দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে পারে। এই বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। এর মধ্যেই এবার আফগান তারকা পেসার নবীন উল হক (Naveen Ul Haq) চলতি এশিয়া কাপ থেকে চোটের কারণে ছিটকে গেলেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের সূত্র অনুযায়ী এই তারকা পেসারের কাঁধের চোট থেকে সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ফলে বাকি টুর্নামেন্টে আর কোন ম্যাচে মাঠে নামবেন না তিনি। নবীনের পরিবর্তে দলে নিয়ে আসা হয়েছে আবদুল্লা আহমাদজাই (Abdullah Ahmadzai)। উল্লেখ্য এখনও পর্যন্ত আফগানরা চলতি টুর্নামেন্ট হংকং’এর বিপক্ষে একটি ম্যাচে মাঠে নেমেছিল। এই ম্যাচে ৯৪ রানে জয় তুলে নেয় রশিদ খানের (Rashid Khan) দল।
দুরন্ত শুরু ভারতের-

গ্রুপ ‘এ’তে পরপর জয় দিয়ে দুরন্ত যাত্রা শুরু করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বোলিং দাপটে বিপক্ষ দল মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma), শুভমান গিলরা (Shubman Gill) ৪.৩ ওভারেই সংগ্রহ করে নেয়। ম্যাচে ৪ উইকেট সংগ্রহ করে সেরা নির্বাচিত হয়েছিলেন কুলদীপ।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষেও ভারতের দাপট বজায় ছিল। এই ম্যাচে সালমান আলী আগারা (Salman Ali Agha) প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে পৌঁছাতে সক্ষম হয়। এই রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। অন্যদিকে সূর্যকুমার অপরাজিত ৪৭ রান সংগ্রহ করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ১৫.৫ ওভারে ব্লু ব্রিগেডরা প্রয়োজনীয় রান তুলে নিয়ে বিশাল জয় ছিনিয়ে নেয়। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন কুলদীপ যাদব। এই তারকা স্পিনার ম্যাচের সেরা নির্বাচিত হন।