বিতর্ক এবং নবীন উল হক (Naveen ul Haq) যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। মাঠে হোক বা মাঠের বাইরে,আফগান ক্রিকেট তারকার আচরণ নানা সময় উঠে এসেছে চর্চার কেন্দ্রে। গত আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে মাঠে নেমেছিলেন নবীন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির সাথে খেলা চলাকালীন তুমুল বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। সেই ঝামেলার রেশ গড়িয়েছিলো মাঠের বাইরেও। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-পাল্টা কটাক্ষের ঝড় বইয়ে দিয়েছিলেন নবীন (Naveen ul Haq) ও বিরাট দুজনেই। ঘটনায় জড়িয়ে পড়েছিলেন লক্ষ্ণৌ দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)।
‘বিরাট’ বিতর্কের অবসান ঘটে বিশ্বকাপ চলাকালীন। দিল্লীতে কোহলির ঘরের মাঠে মুখোমুখি হয়েছিলো ভারত এবং আফগানিস্তান৷ দর্শকদের চূড়ান্ত কটাক্ষ শুনতে হয়েছিলো নবীনকে। তবে মাঠেই বিরাট কোহলিকে দেখা যায় এগিয়ে এসে তাঁর সাথে আলাপচারিতায় মাততে। অনুজ ক্রিকেটারের পিঠে হাত রাখতেও দেখা যায় কোহলিকে। পরে নবীন নিজেও এক সাক্ষাৎকারে জানান যে বিরাট এগিয়ে এসে বলেন,”লেটস এন্ড দিস। আমিও তাতে সায় দিই।” কোহলির (Virat Kohli) সাথে ঝামেলা মেটার পরে ILT20 টুর্নামেন্টে বিতর্কে জড়ান তিনি। শারজাহ জায়ান্টস দলের চুক্তি নবীকরণ পদ্ধতি না মানায় ২০ মাসের জন্য নির্বাসিত হতে হয় তাঁকে। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই এবার আফগান বোর্ডের রোষানলে নবীন (Naveen ul Haq)। বিতর্কে জড়ালেন ফজলহক ফারুখি ও মুজিব-উর-রহমান’ও।
নির্বাসনের মুখে নবীন-মুজিব’রা-
শারজাহ জায়ান্টস দলের সাথে চুক্তি নবীকরণে আগ্রহ দেখান নি নবীন উল হক। এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অংশ হতে অস্বীকার করেছেন তিনি। নবীনের পাশাপাশি কেন্দ্রী চুক্তিতে সই করতে অস্বীকার করেছেন স্পিনার মুজিব উর রহমান ও ফাস্ট বোলার ফজলহক ফারুখিও। তিন ক্রিকেটারই বোর্ডের কাছে কেন্দ্রীর চুক্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তাঁদের কর্মকাণ্ডে রীতিমত ক্ষিপ্ত আফগান ক্রিকেট বোর্ড। বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতেই এহেন পন্থা বেছে নিয়েছেন তিন ক্রিকেটার,মনে করা হচ্ছে আফগানিস্তানের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে।
এক বিবৃতিতে আফগান বোর্ড জানিয়েছে,”এই তিন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে সই না করে বাণিজ্যিক লীগগুলিকে প্রাধান্য দিতে চাইছেন। আগানিস্তানের হয়ে মাঠে নামা,যেটা জাতীয় দায়িত্ব,তার আগে ব্যক্তিগত স্বার্থকে রাখছেন ওরা। ওদের অব্যাহতির দাবী খুঁটিয়ে দেখার পর বোর্ডের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে।” সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে নবীন (Naveen ul Haq), ফজলহক ফারুখি ও মুজিব উর রহমান- তিন ক্রিকেটারকেই আগামী দুই বছর টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে খেলার ব্যাপারে এনওসি(নো অবজেকশন সার্টিফিকেট) দেবে না আফগান বোর্ড।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক আঙিনায় টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন নবীন উল হক (Naveen ul Haq)। টি-২০ ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লীগকেই প্রাধান্য দেওয়ার কথাই ভেবেছিলেন। বোর্ডের সাথে সংঘাতের পর প্রশ্নের মুখে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ’ই। নিলামের আগে নবীনকে ‘রিটেন’ করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবির। এনওসি বিতর্কের পর তাঁর মাঠে নামা নিয়ে থাকছে প্রশ্ন। আফগান বোর্ডের সিদ্ধান্তের পর বেকায়দায় কলকাতা নাইট রাইডার্স’ও। নিলাম থেকে ২ কোটি টাকায় আফগান স্পিনারকে দলে নিয়েছিলো শাহরুখ খানের দল। আফগান বোর্ডের রোষানলে পড়ে অনিশ্চিত তিনিও। সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরের নিয়মিত সদস্য ছিলেন ফজলহক ফারুখি। এনওসি বিতর্কের পর আদৌ তিনি আগামী মরসুমে কালো-কমলা জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় ‘অরেঞ্জ আর্মি’ও।