মুস্তাফিজুরের বদলি খুঁজে পেল KKR, শাহরুখ খানের চোখের বিষ নিচ্ছেন এন্ট্রি !! 1

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রতি বছর আইপিএলে (IPL 2026) শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে লড়াই করার চেষ্টা করে। ২০২৪ মরসুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছিল। তবে গত বছর তারা সেইভাবে লড়াইয়ের ময়দানে প্রভাব ফেলতে পারেনি। আসন্ন মরসুমের আগে এবার প্রস্তুতি শুরু করেছে কেকেআর। মিনি নিলামেই তারা একাধিক বিদেশি তারকা ক্রিকেটারদের দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। তবে এর মধ্যেই মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিতে বাধ্য হয় নাইট কর্মকর্তারা। এই তারকা পেসারের বদলি হিসেবে বিতর্কিত এক তারকাকে দলে নিতে চলেছে কলকাতা।

Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!

বাদ গেছেন মুস্তাফিজুর-

Kkr ipl
Mustafizur Rahman | Image: Getty Images

এই বছর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (KKR) ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) মতো তারকা অলরাউন্ডারকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে। এছাড়াও তারা মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। তবে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে বিপাকে পড়েন‌ কর্মকর্তারা। নিলামে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে টক্কর দিয়ে ‌৯ কোটি ২০ লক্ষ টাকায় রেকর্ড দামে এই বাংলাদেশি তারকাকে দলে নিয়েছিল নাইটরা।

কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে এক শ্রেণীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এই দেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার জন্য দাবি করেন। এই প্রতিবেশী দেশ থেকে প্রতিনিয়ত ভারতবিদ্বেষী মন্তব্য উঠে আসছে। এছাড়াও সংখ্যালঘুদের ওপর নির্যাতন আন্তর্জাতিক মঞ্চেও সমালোচনার মুখে পড়েছে। এই কারণে বিসিসিআই (BCCI) শেষ পর্যন্ত দেশের মানুষের আবেগকে সমর্থন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়।

পরিবর্ত হিসেবে আসছেন এই তারকা-

Naveen Ul Haq, virat kohli
Naveen Ul Haq | Image: Getty Images

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর একজন উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার খুঁজছেন কেকেআর কর্মকর্তারা। সূত্র অনুযায়ী আফগানিস্তানের নবীন উল হক (Naveen Ul Haq) কলকাতার সঙ্গে যুক্ত হতে পারেন। সাম্প্রতিক সময় মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। এই তারকা পেসার এই বছরের আইপিএলের জন্য আয়োজিত মিনি নিলামেও কোনো দল পাননি। এর আগে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে আইপিএলে অংশগ্রহণ করে বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন নবীন।

তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যানের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন। উল্লেখ্য শাহরুখ খানের (Sharukh Khan) সঙ্গে কিং কোহলির যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। ফলে নবীন উল হকের মতো বিতর্কিত ক্রিকেটারকে দলে না নেওয়ার ইচ্ছা থাকলেও উপায় না পেয়ে এই আফগান তারকাকেই বেছে নিচ্ছেন নাইট কর্মকর্তারা।

Read Also: “অপমান সহ্য করব না..”, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর IPL নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *