মুখ পুড়লো নবীন-উল-হকের, ক্রিকেট মাঠে লজ্জার নজির গড়লেন আফগান পেসার !! 1

২০২৩ সালের আইপিএল চলাকালীন লাইমলাইটে এসেছিলেন আফগানিস্তানের পেসার নবীন-উল-হক (Naveen-ul-Haq)। লক্ষ্ণৌ’র একানা স্টেডিয়ামে বিরাট কোহলির (Virat Kohli) সাথে তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সুপারজায়ান্টস শিবিরের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir) নবীনের পক্ষ নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন বিরাটকে। মাঠের ঝামেলার প্রতিফলন দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। একে অপরকে উদ্দেশ্য করে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন নবীন ও কোহলি। বিরাটের বিরুদ্ধে মুখ খুলে গোটা ভারতের ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন নবীন (Naveen-ul-Haq)। পড়েছিলেন তীব্র কটাক্ষের মুখে। বেশ কয়েক মাস এই ঝামেলা চলার পর অবশেষে অক্টোবর ওডিআই বিশ্বকাপ চলাকালীন সন্ধি করে নেন দু’জনে। দিল্লীর মাঠে হাত মেলাতে দেখা যায় উপমহাদেশের দুই ক্রিকেট তারকাকে।

Read More: “সঠিক জায়গায় পয়সা ব্যয়…” মুস্তাক আলীতে ঝড় রাহানের, সমাজ মাধ্যমে চর্চা KKR’এর !!

জিম্বাবুয়েতে বেহাল দশা নবীনের-

Naveen-ul-Haq | Image: Getty Images
Naveen-ul-Haq | Image: Getty Images

একানা স্টেডিয়ামের ঘটনার প্রায় দেড় বছর পর ফের একবার শিরোনাম দখল করে নিলেন নবীন-উল-হক (Naveen-ul-Haq)। এবার আর কোনো অক্রিকেটীয় কারণের জন্য নয়, বরং অনিয়ন্ত্রিত বোলিং করায় কপাল পুড়লো তাঁর। হারারে স্পোর্টস ক্লাবের মাঠে একটি টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান। সেখানে এক ওভারে ছয় নয়, মোট ১৩টি ডেলিভারি করতে হলো নবীনকে। ১৫তম ওভারটিতে ডান হাতি পেসারের উপর আস্থা রেখেছিলেন অধিনায়ক। তিনি শুরুটাই করেছিলেন ওয়াইড দিয়ে। প্রথম বৈধ ডেলিভারিতে আসে এক রান। এরপর নো-বলে চার হাঁকান শেভ্রন ব্যাটাররা। পরের তিনটি ডেলিভারি টানা ওয়াইড করে বসেন। দ্বিতীয় বৈধ ডেলিভারিতে আসে বাউন্ডারি। তৃতীয়টিতে উইকেট নেন। পরবর্তী দুটি বৈধ বলে আসে ১ রান করে। এরপর ফের ওয়াইড করে বসেন। শেষ বলে সিঙ্গল নেন ব্যাটার।

১৩টি ডেলিভারিতে মোট ১৯ রান খরচ করে বসেন নবীন-উল-হক (Naveen-ul-Haq)। রুদ্ধশ্বাস ম্যাচে কাল হয়ে দাঁড়ালো তাঁর লাইন-লেন্থের ভুলচুক’ই। ৩৬ বলে ৫৭ রান প্রয়োজন ছিলো জিম্বাবুয়ের। এক ধাক্কায় ৩০ বলে তা নেমে দাঁড়ায় ৩৮। সুবিধাজনক পরিস্থিতি থেকে ম্যাচ জিততে কোনো রকম ভুল করে নি শেভ্রনরা। ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। গতকালের ম্যাচে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন করিম জানাত (Karim Zanat)। ৪৯ বলে ৫৪ করেন তিনি। বুড়ো হাড়ে ভেলকি মহম্মদ নবিরও (Mohammad Nabi)। ২৭ বলে অপরাজিত থাকেন ৪৪ করে। জিম্বাবুয়ের হয়ে ৪৯ বলে ৪৯ করেন ওপেনার ব্রায়ান বেনেট। ২৯ বলে ৩২ করেন ডিওন মায়ার্স’ও। ৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩৩ রান খরচ করেন নবীন-উল-হক (Naveen-ul-Haq)। স্পেলের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিলেও গতকাল ডেথ বোলিং ডুবিয়েছে তাঁকে।

দেখুন নবীনের ওভার’টি-

IPL-এ দল পান নি নবীন-উল-হক-

Naveen-ul-Haq | Image: Getty Images
Naveen-ul-Haq | Image: Getty Images

মাত্র ২৫ বছর বয়স নবীন-উল-হকের (Naveen-ul-Haq)। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লীগগুলিতে খেলার উদ্দেশ্যে ইতিমধ্যেই টেস্ট ও ওডিআই থেকে অবসর নিয়েছেন তিনি। সিপিএল, SA20-র মত প্রতিযোগিতাগুলিতে খেলছেনও চুটিয়ে। ২০২৩ ও ২০২৪-এ আইপিএলে অংশ নিয়েছেন। তবে ২০২৫-এ ভারতের মাঠে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট খেলতে দেখা যাবে না তাঁকে। গত ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডার মেগা নিলামে কোনো দলই আগ্রহ দেখায় নি নবীনের প্রতি। টি-২০ বিশ্বকাপের সাফল্যের কথা মাথায় রেখেই হয়ত ২ কোটি টাকার বেস প্রাইস রেখেছিলেন তিনি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই উঁচু ভিত্তি মূল্যই বিপক্ষে গিয়েছে তাঁর। নবীনের পুরনো ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও তাঁকে দলে ফেরাতে চায় নি। অকশনিয়ার মল্লিকা সাগর তাঁর নাম ডেকেছিলেন ঠিকই, কিন্তু পরে ‘আনসোল্ড’ ঘোষণা করা হয় তাঁকে।

Also Read: জয়সওয়ালকে ছেড়ে দিয়ে ‘গাব্বায়’ রওনা দিলো টিম ইন্ডিয়া, হোটেলে পড়লেন বিপদে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *