আবারও চোটে আক্রান্ত টিম ইন্ডিয়া, মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তারকা পেসার নভদীপ সাইনি 1

এই দুঃখ যেন কোনওভাবেই থামছে না টিম ইন্ডিয়ার জন্য। তারকা সকল ভারতীয় বোলাররা চোটে ছিটকে গিয়েছেন। এক প্রকার নবাগত বোলিং লাইন আপ নিয়ে ব্রিসবেনে নেমেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বোলিং করছেন শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজনের ভারতীয় বোলিং আক্রমণ। আর এর জেরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে বিরাট আশঙ্কা।

আবারও চোটে আক্রান্ত টিম ইন্ডিয়া, মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তারকা পেসার নভদীপ সাইনি 2

শুরুটা বেশ ভালো করলেও মার্নাস লাবুশানে এবং ম্যাথু ওয়েডের দুরন্ত পার্টনারশিপে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। আর এরই মাঝে এল অত্যন্ত খারাপ খবর। আবারও চোট ও আঘাতের সম্মুখীন হল ভারতীয় দল। চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তরুণ নবাগত পেসার নভদীপ সাইনি। আর এর জেরে কার্যত চার বোলারে খেলতে হচ্ছে টিম ইন্ডিয়াকে, সেই সুযোগে বড় রান গড়ে তোলার পথে অস্ট্রেলিয়া।

ইনিংসের ৩৬ তম ওভার বল করতে এসেছিলেন নভদীপ সাইনি। সেই ওভারের পঞ্চম বল করার পর হঠাতই মাটিতে শুয়ে পড়েন সাইনি। ফলো থ্রুতেই বেশ অস্বস্তি হচ্ছিল সাইনি। শুয়ে পড়ে নিজের থাইয়ের অংশে বেশ যন্ত্রণা পাচ্ছিলেন সাইনি। সেই সময় দলের ফিজিও এসে দেখেন নভদীপ সাইনিকে, খানিক সুশ্রুষা করার পরেও কোনও লাভ হয়নি। আর তাঁর জেরে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নভদীপ সাইনি। ওভারের বাকি বলটি করেন রোহিত শর্মা।

আর এর জেরে জোর জল্পনা, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে পারেন নভদীপ সাইনি। গত সীমিত ওভারের সিরিজেও কাঁধের চোটে অস্বস্তিতে ছিলেন সাইনি। কিন্তু গত সিডনি টেস্টে নিজের অভিষেক ঘটিয়েছিলেন সাইনি। আর এবার এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে এমন এক তারকা পেসারের ধাক্কা বেশ ভালোই ভোগাবে টিম ইন্ডিয়াকে। এই রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ৬৫ ওভারে ২০৭/৪। ব্যাট করছিলেন মার্নাস লাবুশানে ১০২ (১৯৯) এবং ক্যামেরন গ্রিন ৬ (৪)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *