পাকিস্তান দলের তরুণ পেসার নাসিম শাহ(Naseem Shah) ইদানিং রয়েছেন চর্চায়৷ টেস্ট দলে তাঁর অভিষেক হয়েছে আগেই৷ ইতিমধ্যেই লাল বল হাতে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। চলতি বছর এশিয়া কাপ থেকে টি-২০ ক্রিকেটেও নিজের জাত চেনাচ্ছেন ১৯ বর্ষীয় নাসিম। টি-২০ বিশ্বকাপেও তাঁর বোলিং দেখে মুগ্ধ ক্রিকেটজনতা তাঁকে দ্বিতীয় ওয়াকার ইউনিস নামে ডাকা শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে চলেছেন বছর ১৯ এর নাসিম শাহ(Naseem Shah)। লাল বল হাতে কতটা বেগ দেবেন বেন স্টোকসদের, তা জানতে আগ্রহ রয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। সম্প্রতি একটি মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন নাসিম।
১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলবে ইংল্যান্ড-

আগামীকাল অর্থাৎ ১ ডিসেম্বর থেকে পাকিস্তানের মাটিতে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট সিরিজ। তিনটি টেস্টের প্রথমটি খেলা হবে রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্টটি হবে মুলতানে। আর অন্তিম টেস্টম্যাচটি খেলা হতে চলেছে করাচীতে। দিনকয়েক আগেই টি-২০ বিশ্বকাপ ফাইনালে দেখা হয়েছিলো দুই দলের। সেখানে বেন স্টোকসের অপরাজিত অর্ধশতকের সৌজন্যে পাকিস্তানকে হারিয়ে ট্রফি নিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। পাকিস্তানের ঘরের মাঠে স্টোকসের’ই নেতৃত্বাধীন ইংল্যান্ড দল কেমন অভ্যর্থনা পান সেদিকে তাকিয়ে সবাই। ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে ইংল্যান্ড। তাদের দলেই রয়েছেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর ব্যাটার জো রুট(Joe Root)। তাঁকে নিয়ে নাসিম শাহের মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সামনে বিশ্বের সেরা ব্যাটার, নাসিম শাহ বলছেন “যায় আসে না”-

কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে ৭ ম্যাচের দীর্ঘ টি-২০ সিরিজ খেলেছিলো ইংল্যান্ড। সেখানে ৪-৩ ফলে জিতেছিলো তারা। আসন্ন টেস্ট সিরিজে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের কাছে। বাইশ গজে বল পড়ার আগেই কথার যুদ্ধে প্রতিপক্ষ’কে ঘায়েল করতে আসরে নেমেছেন নাসিম শাহ(Naseem Shah)। ইংল্যান্ড দলে রয়েছেন জো রুট(Joe Root)। গত দুই বছরে দুর্দান্ত ব্যাট করছেন তিনি, হয়েছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। তাঁর বিরুদ্ধে বোলিং করার আগে কি ভাবছেন তারা? “কি বলি এখন আপনাকে? জো রুট দুনিয়ার সেরা ব্যাটার, আর সেরাদের বিরুদ্ধে বল করতে উপভোগ করি আমরা। আমি তো অন্তত ব্যাপারটা উপভোগ’ই করবো। আমি যখন বল করি তখন পিচ কেমন আর কোথায় আমায় বল করতে হবে, ব্যাস এটুকুই আমার মাথায় থাকে। নিজের বোলিংটুকু নিয়েই মাথা ঘামাই আমি। সামনে কে রয়েছে, সে বিশ্বের এক নম্বর ব্যাটার কিনা তা মাথায় রাখি না।” হাসিমুখেই জানিয়েছেন পাকিস্তানের তরুণ তুর্কি। পাকিস্তানের বোলিং আক্রমণে নাসিম শাহ ছাড়াও থাকবেন হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়রের মত বোলার। তাই চ্যালেঞ্জ সহজ হবে না স্টোকস বা রুটদের সামনে।
PAK vs ENG টেস্ট সিরিজে দুই দলের স্কোয়াড-

পাকিস্তান-
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লা শফিফ, আব্রার আহমেদ, আজহার আলি, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, ইমাম-উল-হক, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, নৌমান আলি, সলমন আলি আগা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শান মাসুদ, জাহিদ মাসুদ।
ইংল্যান্ড-
বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), জো রুট, জেমস অ্যান্ডারসন, জ্যাক ক্রলি, বেন ডাকেট, রেহান আহমেদ, বিল জ্যাক, কিটন জেনিংস, জ্যাক লীচ, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, মার্ক উড।