ভারত এবং পাকিস্তান (IND vs PAK) যখনই আন্তর্জাতিক মঞ্চে একে অপরের মুখোমুখি হয় ক্রিকেটের উন্মাদনা অনেকটাই বেড়ে যায়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার কারণে আইসিসির (ICC) টুর্নামেন্ট বা এশিয়া কাপের (Asia Cup) মতো টুর্নামেন্টে দুই চির প্রতিদ্বন্দ্বীর মহাযুদ্ধ দেখার জন্য ক্রিকেট ভক্তরা অপেক্ষা করে থাকেন। তবে সাম্প্রতিক সময় ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ফলে এই দুই দেশ আর ক্রিকেট মঞ্চে একে অপরের মুখোমুখি হবে না বলেই জল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যে ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) নতুন সময়সূচিতে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ম্যাচের উল্লেখ করা হয়েছে। কিন্তু এই ম্যাচ বাতিলের জন্য ক্রিকেট ভক্তরা দাবি জানাচ্ছেন। এর মধ্যে এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বাতিলের জন্য আবেদনপত্র জমা পরল।
Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!
নরেন্দ্র মোদীর কাছে আবেদন-

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, “ভারত সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করে ছাড়বে। অপারেশন সিঁদুর এখনও থামেনি। এটা পাকিস্তানের জন্য একটা বার্তা।” ফলে এইরকম পরিস্থিতির মধ্যে এশিয়া কাপে ভারতের পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করা উচিত নয় বলেই অনেকে মনে করছেন। এই ম্যাচ আয়োজন হলে বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন এক অংশ ভারতীয় ক্রিকেট সমর্থক। এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে এই ম্যাচ বাতিলের জন্য আবেদন করা হলো।
এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বাতিল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন আন্তর্জাতিক হিন্দু সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট বিনীত জিন্দাল। তিনি চাইছেন আসন্ন ১৪ সেপ্টেম্বর এই হাইভোল্টেজ ম্যাচটি অবিলম্বে বাতিল করা হোক। জিন্দাল যুক্তি দিয়ে উল্লেখ করেছেন যে ২২ এপ্রিল পাহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার পর এই ম্যাচ খেলা হলে শহীদদের অপমান করা হবে। ফলে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচটি বাতিল হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
BCCI’এর দিকে দায় ঠেলেছে ক্রীড়া মন্ত্রক-

সম্প্রতি সংসদে নতুন ক্রীড়া বিল পেশ করা হয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিলটি এখনও পাশ হয়নি। এই বিল কার্যকর হলে বিসিসিআইয়ের (BCCI) বিষয়ে ভারতীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে। ফলে এই বিল পাশ না হওয়া পর্যন্ত এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক ম্যাচের সিদ্ধান্তের বিষয় ক্রীড়ামক্রক সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ভারতীয় ক্রীড়া মন্ত্রকের একজন কর্তা বিসিসিআইকে (BCCI) জানিয়েছেন, “নতুন ক্রীড়া বিলটি এখনও সংসদে পাশ হয়নি। ফলে ক্রীড়ামন্ত্রক এই বিষয়ে কিছু করতে পারবে না।কিন্তু আমরা আশা করছি যে বিসিসিআই (BCCI) ভারতীয় ক্রিকেট ভক্তদের আবেগের মর্যাদা দেবে।”
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে এই বিষয়ে আবেদন পত্র জমা পরার পর নতুন করে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। হস্তক্ষেপ না করলেও বিসিসিআইয়ের (BCCI) কাছে ভারতীয় প্রধানমন্ত্রী মতামত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে ভারত-পাক (IND vs PAK) ম্যাচ বাতিল হবে বলেই মনে অনেকে। অন্যদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025K ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ সেমিফাইনালটি ভেস্তে যেতে চলেছে বলে খবর সামনে এসেছে।