বাঁকি রয়েছে আর মাত্র ৫ দিন, চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য প্রতিটি দলের প্রস্তুতি তুঙ্গে। এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রোমাঞ্চকর একটি বয়ান দিয়েছেন। নাজমুলের মতে এবার তাঁর দলের হাতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব উঠতে চলেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সফর এবার ভারতের বিরুদ্ধেই শুরু হতে চলেছে। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে লড়াই চালাবে বাংলাদেশ
![“কাউকে ভয় করিনা…” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে সতর্ক করলো বাংলাদেশি ক্যাপ্টেন !! 2 Ind vs ban](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/10/bangla-1024x576.jpg)
২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ সব মিলিয়ে পাঁচটি ওডিআই সিরিজ খেলেছে এবং তার মধ্যে জয় এসেছে কেবলমাত্র একটি সিরিজেই। শ্রীলঙ্কার বিরুদ্ধেই একমাত্র জয় এসেছিল বাংলাদেশের। বাংলাদেশ দলনায়কের কথায়, “এই টুর্নামেন্টে আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার। প্রত্যেক দলই সক্ষম। আমার বিশ্বাস আমরাও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। কেউ বাড়তি চাপ অনুভব করবে না। সবাই বিজয়ী হতে চায় এবং নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখার প্রয়োজন। ঈশ্বর যে আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন তা আমাদের জানা নেই। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং যথাসাধ্য চেষ্টা করছি। আমার বিশ্বাস আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারবো।”
Read More: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ঋষভ পন্থের, উইকেটকিপিং বিকল্প বেছে নিলো টিম ইন্ডিয়া !!
আগামী বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ও বাংলাদেশ। তবে, প্রথম ম্যাচে ভারতকে নিয়ে বেশি চাপ নিতে চাইছেন না শান্ত। পাশাপশি, জসপ্রীত বুমরাহকে নিয়েও মন্তব্য করে তিনি বলেন, “জসপ্রীত বুমরাহ আছে কি নেই, তা নিয়ে ভাবছি না। ওদের (ভারত) পুরো দলটাই ভালো। শুধু ভারত বলে নয়, নিউজিল্যান্ড, পাকিস্তানও বেশ ভালো দল। তিন দলেই ভারসাম্য রয়েছে। জিততে গেলে আমাদের কষ্ট করতে হবে।”
নিজের দলের উপর আস্থা রয়েছে শান্তর
![“কাউকে ভয় করিনা…” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে সতর্ক করলো বাংলাদেশি ক্যাপ্টেন !! 3 Champions trophy 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/6700239fe239f-najmul-hossain-shanto-041926799-16x9-1-1024x576.jpg)
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে নেই শাকিব আল-হাসান। বাংলাদেশ দলের সেরা তারকাকে ছাড়াই ২০০৭ সালের পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলতে চলেছে বাংলাদেশ। শাকিবকে ছাড়া কোনো সমস্যা হবে না শান্তদের। মন্তব্য করে তিনি বলেছেন, “আমাদের দলে যে ১৫ জন খেলোয়াড় রয়েছেন তারা সবাই খুশি এবং আত্মবিশ্বাসী। সবার মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে। আগে আমাদের দলে বিশ্ব মানের কোনো পেসার ছিল না। তবে, এখন আমাদের বোলিং বিভাগ বেশ ভালো। আগে কোনো রিস্ট স্পিনার ছিল না, তবে এখন আছে। সব মিলিয়ে আমাদের দলের পরিকাঠামো ভালো। সবাই যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমরা যে কোনও দলকে পরাস্ত করতে পারি।”